বুধবার, ২৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১২:৫৯ পিএম

ইমাদ ওয়াসিমের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়লা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১২:৫৯ পিএম

নায়লা রাজা ও  ইমাদ ওয়াসিম। ছবি- সংগৃহীত

নায়লা রাজা ও ইমাদ ওয়াসিম। ছবি- সংগৃহীত

ক্রিকেটার ইমাদ ওয়াসিম ও তার স্ত্রী সানিয়া আশফাকের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নায়লা রাজার নাম জড়িয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

নায়লা রাজা ইমাদের সঙ্গে তার প্রেমের গুঞ্জনকে 'ভিত্তিহীন' এবং 'ভুল তথ্য' আখ্যা দিয়ে প্রকাশ্যে তা প্রত্যাখ্যান করেছেন।

কীভাবে শুরু হলো এই গুঞ্জন?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাকের মধ্যে দূরত্বের খবর ছড়িয়ে পড়ে। এই আলোচনার মধ্যেই অনেকের সন্দেহ হয়, এর পেছনে তৃতীয় পক্ষ হিসেবে নায়লা রাজা যুক্ত আছেন।

বিষয়টি আরও জটিল আকার ধারণ করে যখন সানিয়া আশফাক তার ইনস্টাগ্রাম পোস্টে ছেলের জন্মের খবর জানিয়ে লেখেন, আমি তোমাকে একা গর্ভে ধারণ করেছি ৯ মাস।

আল্লাহ যেন আমাকে সামনে পথচলার শক্তি দেন, জায়ান। এই পোস্টে ইমাদের নাম উল্লেখ না করায় অনেকে তাদের দাম্পত্যে চিড় ধরার ইঙ্গিত হিসেবে দেখেন।

এরপর সানিয়ার এক আত্মীয় এই পোস্টটি শেয়ার করে তার জন্য দোয়া চান এবং তাকে 'অত্যন্ত শক্তিশালী' বলে উল্লেখ করেন।

নেটিজেনরা এটিকে ইমাদের সঙ্গে সানিয়ার সম্পর্কে সমস্যার আরেকটি ইঙ্গিত হিসেবে বিবেচনা করেন।

এছাড়াও, সানিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে 'ইমাদের স্ত্রী' পরিচয় সরিয়ে ফেলা হয়। এবং তার প্রোফাইল থেকে ইমাদের সঙ্গে থাকা সব ছবি মুছে ফেলা হয়।

যদিও তারা এখনও একে অপরকে ফলো করছেন। এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ইমাদ ওয়াসিমকে লন্ডনের একটি দোকানের সামনে এক নারীর সঙ্গে হাঁটতে দেখা যায়। অনেকেই দাবি করেন, সেই নারী ছিলেন নায়লা রাজা।

নায়লা রাজার স্পষ্টীকরণ: 'এটি গোপন কিছু ছিল না'

এই সব আলোচনার প্রেক্ষাপটে নায়লা রাজা ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বিবৃতি দেন। তিনি লেখেন, আমি সাধারণত গুজব বা অনুমানের জবাব দিই না, কিন্তু এবারের ব্যাপারটা অনেক দূর গিয়েছে।

তিনি পরিষ্কারভাবে জানান, আমি নিজেই ইমাদ ওয়াসিমের সঙ্গে সেই স্টোরি দিয়েছিলাম আমার ইনস্টাগ্রামে। সেটি গোপন কিছু ছিল না। একটি নিরীহ ইনস্টাগ্রাম স্টোরির কারণে কীভাবে কারও ডিভোর্স হতে পারে?

ভাইরাল ভিডিও প্রসঙ্গে নায়লা বলেন, ভিডিওটি একটি অপটিক্যাল স্টোরের সামনে ধারণ করা হয় এবং সেটি এক কোণ থেকে জুম করে তোলা। ওই সময় আমাদের সঙ্গে আরও লোক ছিল, যাদের ইচ্ছাকৃতভাবে ভিডিওতে দেখানো হয়নি।

নারীর মর্যাদা ও সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন

নায়লা তার বিবৃতিতে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লেখেন, আমি বুঝি একজন পাবলিক ফিগার হিসেবে আমাকে সমালোচনার মুখে পড়তেই হয়।

কিন্তু আমি একজন নারীও। দয়া করে এমন বিষয়ে আমাকে জড়াবেন না যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই।

তিনি আরও জানান যে, তার পরিবার, বিশেষ করে ভাইকে সামাজিক মাধ্যমে গালিগালাজ করা হয়েছে। কেউ কেউ বলেছেন, 'তাকে নিয়ন্ত্রণ করো', আবার কেউ বলেছেন, 'ইজ্জত বাঁচাও'।

এর জবাবে নায়লা দৃঢ়ভাবে লেখেন, ইজ্জত কেন সবসময় নারীর কাজকর্মের সঙ্গে জড়িত? আমরা কি এমন এক সমাজ গড়েছি যেখানে নারীর মর্যাদা সবসময় প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু তার অর্জনগুলো উপেক্ষিত থাকে?

ইমাদ ওয়াসিমের নীরবতা

এখনও পর্যন্ত ইমাদ ওয়াসিম এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সানিয়ার আবেগঘন পোস্টের পর তার বিরুদ্ধে সমালোচনা আরও বেড়েছে।

অনেকেই বলছেন, স্ত্রী গর্ভবতী অবস্থায় যখন তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন ইমাদের এমন আচরণ অনুচিত।

উল্লেখ্য, ইমাদ ওয়াসিমের নাম এর আগেও বিতর্কে জড়িয়েছিল। এক আফগান নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠেছিল, যা তখনও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!