১ হাজার ৪১৪টি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক, আইএফআইসি ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যাবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাজী মো. মাহবুব কাশেম এফসিএ, মো. গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক।