ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ম্যাচ রেফারির কর্মশালায় বাশার-রাজ্জাকরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০২:১৪ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে শনিবার শুরু হয়েছে ভবিষ্যৎ ম্যাচ রেফারিদের নিয়ে দুই দিনব্যাপী একটি কর্মশালা। এই কর্মশালায় নাম লেখান জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাক। এ ছাড়া জাতীয় দলের সাবেকসহ বর্তমান অনেক ক্রিকেটারও আছেন। আরাফাত সানী, ইলিয়াস সানী, নাইম ইসলাম ও ফজলে মাহমুদরা এ দুই দিনের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

নারী ক্রিকেটারদের মধ্য থেকেও প্রশিক্ষণে থাকবেন কয়েকজন। এর মধ্যে সাবেক অধিনায়ক রুমানা আহমেদের অংশগ্রহণের কথা জানা গেছে। সব মিলিয়ে ম্যাচ রেফারি হতে আবেদন করেন ৩০ জন। তাদের প্রশিক্ষণ দেবেন এস এম রকিবুল হাসান ও নিয়ামুর রশিদ রাহুলরা। প্রথম দিনে নতুনরা কর্মশালায় যোগ দেন। রবিবার পুরোনো এবং নতুনদের সংমিশ্রণে শেষ দিনের কর্মশালা হবে। এর আগে বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীদের গত ২ জুনের মধ্যে সিভি ও আবেদনপত্র পাঠাতে বলা হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য বাশার ও রাজ্জাক শুরুর দিকেই আবেদন জমা দিয়েছিলেন। এরপর জমা দেন বাকিরা।