ভোলার মেঘনা নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। তবে বাল্কহেডে থাকা সব শ্রমিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালু বহনকারী বাল্কহেডটি শ্রমিকসহ ভোলার খাল এলাকায় এসেছিল। এ সময় নদীতে প্রবল স্রোতের কবলে পড়ে হঠাৎ করে সেটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেয় এবং বাল্কহেডে থাকা শ্রমিকদের নিরাপদে তীরে ফিরিয়ে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর ইলিশা নৌ থানা পুলিশের ওসি শাহীন উদ্দিন বলেন, ‘তীব্র স্রোতের কারণে বাল্কহেডটি ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ হয়নি। আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করছে।’
উল্লেখ্য, বর্ষা মৌসুমে মেঘনা নদীতে পানির প্রবাহ এবং স্রোতের গতি বেড়ে যাওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। সংশ্লিষ্টরা নৌযান চলাচলে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।