ব্যাংকিং সেবাকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক ও সহজ করার লক্ষ্যে শতভাগ রাষ্ট্র মালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে ‘উদ্ভাবন প্রদর্শন এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কবীর, বিশেষ অতিথি হিসেবে যুগ্ম সচিব ফরিদা ইয়াসমিন এবং সম্মানিত অতিথি হিসেবে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আপনার মতামত লিখুন :