আশঙ্কাজনকভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ময়লার ভাগারে নেমেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
গত বুধবার কলাপাড়া পৌর শহরের দুর্গন্ধময় ময়লা-আবর্জনার মধ্যে নেমে তিনি নিজ হাতে এডিস মশার আবাসস্থল ধ্বংস করেছেন। একই সঙ্গে দিনভর পরিছন্নতাকর্মীরা মশক নিধন অভিযান পরিচালনা করেন। পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন সাদেক বলেন, পৌর শহরের কোথাও কোনো ময়লা-আবর্জনা থাকবে না, ডেঙ্গু মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পৌরবাসীকে তাদের বাসার আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন