প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা সাক্ষাৎ করেন বলে সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে তারা দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসনসংক্রান্ত বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রধান বিচারপতি গত এক বছরে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বাংলাদেশে মানবাধিকার সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা নিয়েও আলোচনা করেন প্রধান বিচারপতি। এ সময় জ্যাকবসন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সহযোগিতা দেবে।
এর আগে গত ১১ অগাস্ট ট্রেসি অ্যান জ্যাকবসনের বাসায় গিয়ে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ সেই বৈঠকে ছিলেন।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে গিয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির পাঁচ শীর্ষ নেতার বৈঠকের গুঞ্জন ওঠে। এর ছয় দিনের মাথায় ঢাকায় এ বৈঠক করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন