সিরাজগঞ্জের সলঙ্গার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির ২ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও উল্লাপাড়া-সলঙ্গা আসনে জামায়াতের মনোনিত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান এ গাছের চারা বিতরণ করেন। গত শুক্রবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবুরু-ভেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রামকৃষ্ণপুর ইউনিয়নের জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ফুলের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জামায়াতের রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি, জামায়াতের সলঙ্গা থানা শাখার আমিরসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন