বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রশাসন উইংয়ের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (বেপজা) সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। একই সাথে বিটিআরসিতে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে যুগ্ম সচিব মেহেদী উল সহিদকে। বিটিআরসিতে যোগদানের পর তিনি কোন উইংয়ের মহাপরিচালক হবেন, সে বিষয়টি নির্ধারিত হবে।
গতকাল সোমবার দুটি পৃথক প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক উভয় প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
বিটিআরসির রাজস্ব ও অর্থ বিভাগের পরিচালক এয়াকুব আলী ভূইয়াকে একটি বিভাগীয় তদন্তে দোষী সাব্যস্ত করে দ- দেওয়া হয়। তবুও এয়াকুব আলীকে একই পদে বহাল রাখেন প্রশাসন উইংয়ের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়। সম্প্রতি সেই কমিটি আব্দুল্লাহ আল মামুনকে বিটিআরসি থেকে প্রত্যাহারের মতামত ও সুপারিশ করে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ জুলাই ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসির চেয়ারম্যান বরাবর দেওয়া এক চিঠিতে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। বিটিআরসির সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের এমন নির্দেশনার কারণেই বদলি হয়ে থাকতে পারেন আব্দুল্লাহ আল মামুন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন