মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০২:২৮ এএম

নানকের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০২:২৮ এএম

নানকের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস

 

ভারতে পলায়নের পর থেকে একের পর এক ফাঁস হচ্ছে শেখ হাসিনার ফোনালাপ। জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ফাঁস হওয়া তেমনই একটি ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেছেন।’ এ-ও বলেন, এই দলটিকে তার আর দরকার নেই।

গতকাল সোমবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অডিও রেকর্ডটি পোস্ট করেছেন। ৫ মিনিট ২৬ সেকেন্ডের ফোনালাপটিতে শেখ হাসিনা এমন হুঁশিয়ারিও দেন, ‘এবার আমি একটারেও ছাড়ব না।’ 

শেখ হাসিনা ও জাহাঙ্গীর কবির নানকের ফাঁস হওয়া এই ফোনালাপটি গত বছরের জুলাইয়ের, যখন দেশজুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। সেই ফোনালাপে নানককে উদ্দেশ করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা।’ অপর পাশ থেকে নানক বলেন, ‘জি বলব।’

তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, ‘মোহাম্মদপুরের বিহারি পট্টির লোকদের ভূমিকা কী?’ নানক বলেন, ‘ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটিকয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।’

আওয়ামী লীগের এই নেতা এরপর বলেন, ‘কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে।’ জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, ‘চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। ওদের দিয়ে আর কী করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়ব না।’ অপর পাশ থেকে নানক বলেন, ‘একেবারে ছাঁইকা ফেলতে হবে, আপা।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!