আলতাপরি পাখি
কাব্য কবির
আলতাপরি পাখিটা রোজ
ডাকে পাতার ফাঁকে,
লাল পাহাড়ের দেশে গেলে
খুঁজে পাবে তাকে।
গাছে গাছে উড়ে বেড়ায়
পোকামাকড় খায়,
টুকটুকে লাল শাড়ি পরে
মিষ্টি গান গায়।
সিঁদুরে সহেলি ডাকে
কেউ বা রাঙাবধূ,
পাখির কণ্ঠে যেন মাখা
আছে মিষ্টি, মধু।
বৃষ্টি যাচ্ছে পালিয়ে
মো. আশতাব হোসেন
জোনাক পোকা আলো ছড়ায়
অঙ্গে প্রদীপ জ্বালিয়ে
তাই দেখে ভয় পেয়ে এবার
বাদল যাচ্ছে পালিয়ে।
কাশের বনে বাতাস লেগে
সফেদ ঢেউ যে তুলেছে,
বৃষ্টি চলে যাওয়ার সময়
নূপুর নিতে ভুলেছে।
পাকা তালের গন্ধ পেয়ে
শেয়াল গাছে তাকিয়ে,
পড়লে নিচে আশা যে তার
নিবে একটা বাগিয়ে।
ভুলে গেছে শেয়াল প-িত
তালের আঁশের খবর,
গত বছর তাল খেতে তার
বিপদ হয় যে জবর!
খুকু ও মাছরাঙা
এম সোলায়মান জয়
মাছরাঙা ও মাছরাঙা রে
আয় রে কাছে আয়
তোকে নিয়ে মাছ ধরতে
যাব রে চল গাঁয়।
ডুব দিয়ে তুই মাছ ধরবি
আনবি ঠোঁটে করে
টেংরা পুঁটি টপটপা টপ
আনবি রে তুই ধরে।
ফিরব বাড়ি তুই আর আমি
নৌকাটাকে ভরে।
হরেকরকম মসলা দিয়ে
খাব রান্না করে।
খুকুর ডাকে উড়ে এলো
মাছরাঙাটা কাছে
মাছ ধরতে যাবে দুজন
সেই খুশিতে নাচে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন