বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০১:২৮ এএম

এনবিআরে এবার ৪১ অতিরিক্ত  কর কমিশনারকে বদলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০১:২৮ এএম

এনবিআরে এবার ৪১ অতিরিক্ত  কর কমিশনারকে বদলি

  • পুনর্গঠিত করার কাজ চলছে এনবিআরে

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একযোগে ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে গতকাল মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে রদবদলের কথা জানানো হয়। ‘বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ’ দেওয়া হয়েছে। 

এদিকে এনবিআর ঐক্য পরিষদের আন্দোলনের জের ধরে গত সোমবার একদিনে ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারও আগে ১৩১ সহকারী কর কমিশনারকে বদলি করা হয়। নতুন করে গতকাল আরও ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি ও পদায়ন করে মোট ১৭২ জনের মাধ্যমে পুনর্গঠিত করার কাজ চলছে এনবিআরে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার কর অঞ্চল-২০-এ বদলি হয়েছেন মো. হাফিজ আল আসাদ। কর অঞ্চল-১১, একাত্তর ভবনে পদায়ন পেয়েছেন শেখ শাহীন। কর অঞ্চল-নরসিংদীতে গেছেন মো. ছাইদুজ্জামান, আর কর অঞ্চল-৩১, ঢাকায় বদলি হয়েছেন মো. মিজানুর রহমান। কর অঞ্চল-০১, গাজীপুরে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে মো. নাজিদুর রসুলকে।

এদিকে কর অঞ্চল-০২, সিলেটে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফখরুল ইসলাম, আর কর অঞ্চল-৩২, চট্টগ্রামে বদলি হয়েছেন মো. আনোয়ারুল ইসলাম। কর অঞ্চল-গাজীপুরে পদায়ন পেয়েছেন মিয়া মোহাম্মদ মামুন এবং কর অঞ্চল-নারায়ণগঞ্জে মোহাম্মদ আব্দুল্লাহ। কর অঞ্চল-রাজশাহীতে দায়িত্ব পেয়েছেন মো. নাসিরুজ্জামান এবং কর অঞ্চল-যশোরে মোহাম্মদ আব্দুস সালাম। কর অঞ্চল-০৩, ময়মনসিংহে যাচ্ছেন মো. মিজানুর রহমান। কর অঞ্চল-১৪, ঢাকায় বদলি হয়েছেন মো. জসীম উদ্দিন আহমেদ। কর অঞ্চল-২৩, ঢাকায় গেছেন মো. আবদুর রউফ এবং কর অঞ্চল-০৪, ঢাকায় পদায়ন পেয়েছেন মোহাম্মদ জান্নাত ইকবাল। কর অঞ্চল-১৯, ঢাকায় ফারজানা সুলতানা এবং কর আপিল অঞ্চল-০২, ঢাকায় বদলি হয়েছেন সাহেদ আহমেদ চৌধুরী।

এ ছাড়া কর অঞ্চল-১৫, ঢাকায় যোগ দিচ্ছেন শামীমা আখতার, কর অঞ্চল-৩৬, ঢাকায় বদলি মৌসুমী বর্মন এবং কর আপিল অঞ্চল-০৩, ঢাকায় বদলি হয়েছেন ইভানা মাফরেখ সাঈদ। কর অঞ্চল-০২, ঢাকায় পদায়ন পেয়েছেন মো. ফারুকুল ইসলাম। কর অঞ্চল-০৩, সিলেটে যোগ দিচ্ছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ।

কর অঞ্চল-১৪, ঢাকায় চলতি দায়িত্বে গেছেন মো. মাসুদুল করিম ভূঁইয়া। কর আপিল অঞ্চল-০১, ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ ব্যারিস্টার মোর্শেদ। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এনবিআরে যোগ দিচ্ছেন মো. মঈনুল হাসান। কর অঞ্চল-১৩, ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। কর অঞ্চল-০৭, নারায়ণগঞ্জে গেছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং কর অঞ্চল-১২, ঢাকায় পদায়ন পেয়েছেন মোহাম্মদ সাইফুল আলম।

কর আপিল অঞ্চল-০৩, খুলনায় বদলি হয়েছেন মোহাম্মদ শরিফুল ইসলাম। কর অঞ্চল-১১, ঢাকায় গেছেন মো. সেলিম রেজা। কর অঞ্চল-০৮, নরসিংদীতে দায়িত্ব পেয়েছেন মো. শারাফত হোসেন। কর পরিদর্শন পরিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে মো. মিজানুর রহমানকে।

চট্টগ্রামের কর অঞ্চল-০৪-এ বদলি হয়েছেন মো. শওকত হোসেন। কর অঞ্চল-২২, চট্টগ্রামে যাচ্ছেন মোহাম্মদ শারিফুল হক। কর আপিল অঞ্চল-০৪, ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান। কুমিল্লার কর অঞ্চলে চলতি দায়িত্বে গেছেন সুমন দাস।

এ ছাড়া কর আপিল অঞ্চল-০৪, ঢাকায় বদলি হয়েছেন শেখ মো. কামরুজ্জামান। কর অঞ্চল-রংপুরে চলতি দায়িত্বে যাচ্ছেন তাপস কুমার পাল। কর অঞ্চল-শাজাহানপুরে দায়িত্ব পেয়েছেন মো. মোশাররফ হোসেন (চলতি দায়িত্বে)। কর অঞ্চল-খুলনায় পদায়ন পেয়েছেন মো. আব্দুল মালেক এবং কর অঞ্চল-রাজশাহীতে বদলি হয়েছেন মো. আরিফুল হক (চলতি দায়িত্বে)।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চট্টগ্রামের কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-২কে অতিরিক্তভাবে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এর দায়িত্ব দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হোসেন সই করা এই প্রজ্ঞাপনে গতকাল উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাÑ এই দুটি বিভাগ করার অধ্যাদেশ জারি হয়। এর পর থেকে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা সব পক্ষের মতামতের ভিত্তিতে যৌক্তিক সংস্কারে দাবিতে প্রায় দেড় মাস আন্দোলন করেন। তবে আন্দোলন প্রত্যাহারের পর এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমদানি-রপ্তানি কাজে রাষ্ট্রকে অসহযোগিতার দায়ে চট্টগ্রাম কাস্টম হাউসের তৎকালীন কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!