মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৭:৫৫ এএম

গ্রেপ্তারের দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৭:৫৫ এএম

গ্রেপ্তারের দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। গতকাল সোমবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ চালিয়ে যায় তারা। এ সময় ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় আন্দোলনকারীরা। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, ‘জামায়াত কালো শক্তি, ৫ আগস্ট ঘটিয়েছে এমন কথা আমি বলিনি। যদি প্রমাণ হয় আমি এটা বলেছি, তাহলে ক্ষমা চাইব। আর আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি অপমৃত্যু প্রাপ্য নই।’ 

অন্যদিকে ফজলুর রহমানের বাসার সামনে একদল সংঘবদ্ধ লোক মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শন করছেন উল্লেখ করে এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল থেকেই ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার বাসার সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা। এ সময় সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। বিক্ষোভকারীরা বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে দেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে। সেই রক্তের দাগ না শুকাতেই ফজলুর রহমান আবার ফ্যাসিবাদকে উসকে দিচ্ছেন। বাংলাদেশে আর কোনো নতুন ফ্যাসিস্ট জন্ম নিতে দেওয়া হবে না। যারা ২৪কে স্বীকার করবেন না, তাদের এ দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না ফজলুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে, ততক্ষণ তারা তার বাসার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান বিপ্লবীদের যেভাবে রাজাকারের বাচ্চা বলছেন, তাদের যে পরিমাণে কালো শক্তি বলছেন এবং তিনি বলছেন আমরা ’২৪-এ অভিনয় করেছি। আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে তাকে গ্রেপ্তার করার অভিনয়টা করা হবে। 

এদিকে গতকাল সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, ‘জামায়াত কালো শক্তি, ৫ আগস্ট ঘটিয়েছেÑ এমন কথা আমি বলিনি। এটা বানানো হতে পারে। আমার সব বক্তব্য আপনারা শুনুন। আমাকে প্রমাণ দেখান আমি কোথায় এ কথা বলেছি। পুরো বক্তব্যটা বাজাতে হবে। শুধু ইউটিউবের দুই লাইন বললে হবে না। এমন কোনো বক্তব্য আমি দিইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব।’ ফজলুর রহমান বলেন, ‘ফ্রান্স থেকে দুজন ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে, তারা জামায়াতের। আমি একজন মুক্তিযোদ্ধা, ’৭১ সালে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ১২০০ মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব করেছি। সুতরাং মুক্তিযুদ্ধ বিষয়ে জামায়াত যদি সঠিক পথে চলে, পূর্বপুরুষদের করা কাজ ভুলে এগিয়ে আসে, তাতে আপত্তি নেই। তবে তারা একাত্তর সালের যুদ্ধকে ‘ভাইয়ে ভাইয়ে গন্ডগোল’ বলছে অথবা চক্রান্তকারীদের গন্ডগোল বলছে, তাদের এই নীতির সাথে কখনো আপস করব না।’

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের ঢাকার সেগুনবাগিচা এলাকার বাসার সামনে একদল সংঘবদ্ধ লোক মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শন করছে। এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে। আসক জানায়, মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কেবল একজন ব্যক্তিকে নয়, বরং তা পুরো সমাজকে আতঙ্কিত ও অবরুদ্ধ করার সমতুল্য। এ ধরনের বেআইনি তৎপরতা সুস্পষ্টভাবে সংবিধানে প্রদত্ত নাগরিকের মত প্রকাশ, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার অধিকারের ওপর স্পষ্ট হস্তক্ষেপ।

উল্লেখ্য, একটি টকশোতে ফজলুর রহমানের দেওয়া ওই বক্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুতুল দাহ করা হয়েছে। নিজ জেলা কিশোরগঞ্জে তাকে ঘোষণা করা হয়েছে অবাঞ্ছিত। একই সঙ্গে তার দল বিএনপিও তাকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে শোকজ করেছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!