বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:৩৩ এএম

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক-সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:৩৩ এএম

স্বেচ্ছাসেবক

স্বেচ্ছাসেবক

ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্যসচিব সোহেল খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। গত সোমবার দুপুরে নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সজীব দেওয়ান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পৌর স্বেচ্ছাসেবক দলের ৯টি ওয়ার্ডের মধ্যে আটটি কমিটি গঠিত হলেও দীর্ঘ আড়াই বছরে ১ নম্বর ওয়ার্ডের কমিটি করতে ব্যর্থ হন আহ্বায়ক ও সদস্যসচিব। সর্বশেষ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশে গত ২২ আগস্ট ওই কমিটি ঘোষণা করা হলেও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি বলে অভিযোগ করেন তারা।

সজীব দেওয়ান অভিযোগ করেন, ঘোষিত কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল প্যাদা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মামলা থাকায় তিনি গ্রেপ্তারও হয়েছেন। এ ছাড়া সদস্যসচিবের পদ নাকি ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, আহ্বায়ক সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান দখল, ঠিকাদারের নির্মাণসামগ্রী চুরি, এমনকি নদীপথে জাহাজ আটকে মালামাল লুটপাটের মতো অভিযোগ রয়েছে। অন্যদিকে সদস্যসচিব সোহেলের বিরুদ্ধেও নলছিটি পৌরসভার ইঞ্জিনিয়ার আবুল হোসেনকে মারধরের ঘটনায় থানায় মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, আহ্বায়ক ও সদস্যসচিব দায়িত্ব পাওয়ার পর থেকেই সংগঠনে অরাজকতা ও অসাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। দলীয় পদ-পদবি দেওয়ার কথা বলে তারা নেতাকর্মীদের কাছ থেকে টাকা নিয়েছেন এবং ভিন্নমত প্রকাশ করলে বহিষ্কারের হুমকি দিয়েছেন। এর প্রতিবাদে ইতিমধ্যে ১৬ জন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিব লিখিতভাবে জেলা কমিটির কাছে অনাস্থা প্রকাশ করেছেন। তবে জেলা স্বেচ্ছাসেবক দল এসব বিষয়ে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় তারা সাংবাদিকদের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দাবি, অবিলম্বে ঘোষিত ১ নম্বর ওয়ার্ড কমিটি বাতিল করতে হবে এবং ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। অন্যথায় তারা কঠিন আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। এ সময় উপস্থিত নেতারা আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্যসচিব সোহেল খানকে পদ থেকে বহিষ্কারের দাবি করেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!