কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা চাঁদা চাওয়ায় পুলিশের এক সোর্সকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, দৌলতপুর থানার এসআই সাগর ও তার সোর্স মিশর ঘোষ সাদা পোশাকে ভাগজোত বাজারে মাদক ব্যবসায়ী শিলনের (২৭) কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। শিলন টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে বাগি¦ত- হয়। একপর্যায়ে হাতে হাতকড়া পরাতে গেলে শিলন ও স্থানীয়রা সোর্স মিশরকে বেধড়ক মারপিট করে। এ সময় এসআই ঘটনাস্থল থেকে দূরে গিয়ে মারপিট দেখতে থাকেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র ভর্তি করা হয়। দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন