গত সোমবার পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব মো. আব্দুল খালেক তিন (০৩) বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪ ব্যাচের এই কর্মকর্তা তার বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং চাঁদপুর ও যশোরে জেলা প্রশাসক হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও, শিক্ষা, ভূমি, স্থানীয় সরকার এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমানে তিনি অফিসার্স ক্লাব, ঢাকার ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন