নওগাঁর রাণীনগরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় বিনা মূল্যে পুষ্টিগুণ সমৃদ্ধ চাল বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে কার্ডধারী প্রতিজন উপকারভোগী আগামী দুই বছর ধরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। উপজেলার আট ইউনিয়নের মোট ২ হাজার ৫২ জন নারী এ সুবিধা পাচ্ছেন।
এর মধ্যে সদর ইউনিয়নে ৩০২ জন এবং বাকি সাত ইউনিয়নে ২৫০ জন করে উপকারভোগী অন্তর্ভুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। এ সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, ট্যাগ কর্মকর্তা ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, ‘সরকার বিনা মূল্যে যে পুষ্টিগুণ সমৃদ্ধ চাল দিচ্ছে তার বাজারদর অনেক বেশি। অসহায় ও দুস্থ মানুষের পক্ষে তা কেনা কঠিন। তাই সরকার এই চাল উপহার হিসেবে দিচ্ছে। তবে কেউ যদি এই চাল বাজারে বিক্রি করেন, অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতে তিনি আর এ সুবিধা পাবেন না।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন