রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে খাসজমি দখল করে দলিল সম্পাদন করে বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, পীরগঞ্জের বড়আলমপুর ইউনিয়নে প্রায় ৩০০ একর খাস খতিয়ানভুক্ত জমি রয়েছে। প্রায় ১ যুগের বেশি সময় ধরে বড়আলমপুর মৌজার মৃত সোলেমান মিয়ার ছেলে আবু তাহের মিয়া ও তার লোকজন অবৈধভাবে দলিল সম্পাদন করে জোরপূর্বক দখল করছেন। এ ছাড়া তারা সংশ্লিষ্ট ভূমি অফিসের সহযোগিতায় জমিগুলোর ভুয়া কাগজপত্র ও নামজারির মাধ্যমে অন্যর কাছে বিক্রি করেছেন। এ সময় জমিগুলো দখলমুক্ত করে ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার জন্য জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন