জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ পরিচালনা করবেন।
এর আগে, গত ২৬ আগস্ট নবম দিনের সাক্ষ্যগ্রহণে পাঁচজন সাক্ষী জবানবন্দি দেন। তাদের মধ্যে ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মফিজুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মনিরুল ইসলাম, ডা. মোস্তাক আহমেদ, ফেনীর ব্যবসায়ী আহত নাসির উদ্দিন এবং শহীদ শাহরিয়ার খান আনাসের নানা মো. সাঈদুর রহমান। এ পর্যন্ত মোট ২৯ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।
অভিযোগপত্র অনুযায়ী, এ মামলায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগের মোট পৃষ্ঠা সংখ্যা ৮ হাজার ৭৪৭, যার মধ্যে তথ্যসূত্র রয়েছে ২ হাজার ১৮ পৃষ্ঠায়। জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠার এবং শহীদদের তালিকা দুই হাজার ৭২৪ পৃষ্ঠায় লিপিবদ্ধ। প্রসিকিউশনের পক্ষ থেকে মোট ৮১ জন সাক্ষী উপস্থাপনের কথা রয়েছে।
অভিযোগ গঠনের পর থেকে ধারাবাহিকভাবে সাক্ষ্যগ্রহণ চলছে। ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, প্রত্যক্ষদর্শী, আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা আদালতে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্য শেষে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা জেরা করেন, আর প্রসিকিউশনের পক্ষে মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিমসহ অন্যান্য প্রসিকিউটররা শুনানি পরিচালনা করেন।
উল্লেখ্য, আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তার উপস্থিতিতেই আদালতে সাক্ষীরা জবানবন্দি প্রদান করছেন। গত ১০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন