সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:২৬ এএম

অনূর্ধ্ব-১৭ নারী সাফে রানার্স-আপ বাংলাদেশ

ভারতকে হারিয়ে শেষটা রাঙালেন মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:২৬ এএম

ভারত

ভারত

এক ম্যাচেই শিরোপা ভারত আর রানার্স-আপ ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ। গতকাল অনূর্ধ্ব-১৭ নারী সাফে ¯্রফে আনুষ্ঠানিকতার ম্যাচে নেমেছিল ভারত ও বাংলাদেশ। এই নিয়মরক্ষার ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তারা ৪-৩ গোলে হারায় ভারতীয় নারীদলকে। এ নিয়ে টুর্নামেন্টে চতুর্থ জয় পেয়েছে অর্পিতা বিশ্বাসরা। শেষ ম্যাচে ভারতকে হারিয়ে নিশ্চয়ই আফসোসে পুড়ছেন তারা। ভুটানের বিপক্ষে ম্যাচে পয়েন্ট না হারালে হয়তো চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়েই দেশে ফিরতে পারত বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। কিন্তু ভারতকে হারালেও রানার্স-আপই হলো বাংলাদেশ।

মেয়েদের বয়সভিত্তিক সাফে গতকালের মতো রোমাঞ্চকর লড়াই খুব কমই দেখা গেছে। লিগ পদ্ধতির টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল। কিন্তু রবিবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পেন্ডুলামের মতো দুলেছে দুই দলের ম্যাচটি। কখনো মনে হয়েছে বাংলাদেশ জিতবে। কখনো মনে হয়েছে ভারত। একপর্যায়ে এগিয়ে গিয়েও বাংলাদেশ নিজেদের লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের অন্তিম মুহূর্তে স্কোর ৩-৩ করে ভারত। কিন্তু যোগ হওয়া ৫ মিনিট যেন মরণ কামড় দেয় বাংলাদেশের মেয়েরা। শেষ বাঁশি বাজার খানিক আগে গোল করেন। রেফারির শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়েন ভারতের মেয়েরা। আর প্রতিশোধের আনন্দে অর্পিতা, পূর্ণিমাদের চেহারায় স্বস্তির রেশ। দুই দলের পয়েন্ট টেবিলের অবস্থানের সুবাদে ম্যাচটি হয়তো ছিল শুধুই আনুষ্ঠানিকতার। আগের ৫ ম্যাচের সব কটি জেতা ভারত এই ম্যাচের পরও ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল। তবে ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হয়েছে ১৩।   

ম্যাচের শুরুতেই চমকে দেয় বাংলাদেশ। ৩০ সেকেন্ডে মামনির লং পাসে হেডে লক্ষ্য ভেদ করেন পূর্ণিমা। ৭ মিনিটে ভারতের আনুশকা কুমারির শট ক্রসবার কাঁপিয়ে ফিরলে ম্যাচে এগিয়ে থাকে বাংলাদেশ। কিন্তু দুই মিনিট পরই নিজেদের বক্সের ওপরে বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাস তালগোল পাকিয়ে বল হারালে সুযোগ কাজে লাগান আনুশকা। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলকিপারকে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্য ভেদ করেন তিনি। ২৪ মিনিটে আনুশার কোনাকুনি শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে।

গোছালো আক্রমণ থেকে দশ মিনিট পর ফের এগিয়ে যায় বাংলাদেশ। সৌরভী আকন্দ প্রীতি শট ডিফেন্ডার ফিরিয়ে দিলে আলপি আক্তার ফিরতি শটে জাল খুঁজে নেন। প্রথমার্ধের শেষদিকে আনুশকার দূরপাল্লার ফ্রি-কিক পোস্টে লেগে ফেরে। বিরতির পর খেলা আরও জমে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। সতীর্থের লং পাস গতিতে ডিফেন্ডারদের ছিটকে দিয়ে বক্সে ঢুকে ঠা-া মাথার শটে বল জালে পাঠান প্রীতি। ৬৪ মিনিটে চিপ শটে লক্ষ্য ভেদ করে ম্যাচ জমিয়ে তোলেন প্রীতিকা বর্মণ।

৭৬ মিনিটে দারুণ সুযোগ এসেছিল প্রীতির সামনে। রক্ষণের প্রতিরোধ ভেঙে গোলকিপারকে একা পেয়েও শট নিতে পারেননি তিনি। বলে স্পর্শ জোরে হওয়ায় বল চলে যায় মুন্নির গ্লাভসে। একটু পর এই ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে বক্সের বাইরে থেকে উঁচু করে নেওয়া শটে লক্ষ্য ভেদ করেন ঝুলন নঙ্গমাইথেম। পোস্ট ছেড়ে আগে বেরিয়ে আসায় মেঘলা রানী রায় লাফিয়েও পাননি বলের নাগাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রীতির কোনাকুনি শট গোলকিপার ফিস্ট করার পর সামনে থাকা ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়ায়। এরপরই জয়ের আনন্দে মেতে ওঠেন মেয়েরা।

রূপালী বাংলাদেশ

Link copied!