ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

গরমে হাঁসফাঁস জনজীবন  চলবে আরও কয়েক দিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:২৪ এএম
বৃষ্টি

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে কমেছে বৃষ্টি। অন্যদিকে বেড়েছে গরমের তীব্রতা। ফলে তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। একটুখানি স্বস্তির বৃষ্টির জন্য খাঁ-খাঁ করছে গোটা দেশ। তবে আবহাওয়া অফিস বলছে, গরমের এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে আরও কয়েক দিন সময় লাগবে। আগামী মঙ্গলবারের পর বৃষ্টি বাড়তে পারে। তবে এর আগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাতে গরমের অনভূতিতে খুব একটা পার্থক্য হবে না। 

আবহাওয়াবিদেরা বলছেন, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টির প্রবণতা কম থাকবে। এ সময় বিছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ হতে পারে। তবে আগামী ৯ সেপ্টেম্বরের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিহীন অঞ্চলে গরম বেশি থাকতে পারে।

গতকাল শুক্রবার দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মঙ্গলবারের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিহীন অঞ্চলে গরম বেশি থাকবে।

তিনি আরও জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। একই দিনে বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা ছিল ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী পাঁচ দিন দেশে বৃষ্টির প্রবণতা কম থাকবে। এ সময় বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং গরম পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন (গতকাল শুক্রবার) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দ্বিতীয় দিনে (শনিবার) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। 

তৃতীয় দিনে (রোববার) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। চতুর্থ দিনেও (সোমবার) একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। তবে এদিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

পঞ্চম দিনে (মঙ্গলবার) দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।