সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:০৩ এএম

বিজনেস ভিসায় আমেরিকা

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৬:০৩ এএম

আমেরিকা

আমেরিকা

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে একটি ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নিচে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো (বিশেষ করে ই১/ই২-ট্যুরিস্ট বা বিজনেস ভিসা ধরেই ব্যাখ্যা করা হয়েছে)। প্রথমে  ভিসার ধরন নির্ধারণ করতে হবে; ভিসার ধরনগুলো হল- ই১: বিজনেস ভিজিট, ই২: ট্যুরিস্ট, চিকিৎসা, আত্মীয় দেখা ইত্যাদি, এফ১ (স্টুডেন্ট), জে ১ (এক্সচেঞ্জ), এইচওয়ানবি (ওয়ার্ক), ইত্যাদি। ই১/ই২ ভিসা অধিকাংশ ক্ষেত্রে একসঙ্গে ইস্যু হয়। এরপর ডিএস-১৬০ ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। ফ্রম পুরুনের লিংক: যঃঃঢ়ং://পবধপ.ংঃধঃব.মড়া/ঈঊঅঈ।

ফর্মের নাম :

ডিএস-১৬০ নন ইমিগ্রান্ট ভিসা অ্যাপ্লিকেশন। সব ইংরেজিতে পুরুন করতে হবে। পূরণ শেষে একটি কনফার্মেশন পেজ ও বারকোড পাবেন- এটা সংরক্ষণ করতে হবে। এরপর ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে; বর্তমানে ই১/ই২ ভিসার ফি: ইউএসডি ১৮৫, বাংলাদেশে এটি টাকা দিয়ে পরিশোধ করতে হয়, ফি পরিশোধের পদ্ধতি ও পরিমাণ দেখতে পারবেন এখান থেকে: যঃঃঢ়ং://িি.িঁংঃৎধাবষফড়পং.পড়স/নফ/

যেভাবে পেমেন্ট করবেন প্রথমে একটি প্রোফাইল খুলবেন ইউএস ট্রাভেল ডকস ওয়েবসাইটে, এরপর ফি পেমেন্ট অপশন পাবেন।

এরপর ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। বুক করার জন্য যঃঃঢ়ং://িি.িঁংঃৎধাবষফড়পং.পড়স/নফ/ এই ওয়েবসাইটে প্রবেশ করে ফি পেমেন্টের ২৪-৪৮ ঘণ্টা পর আপনার প্রোফাইল অ্যাক্টিভ হবে। এরপরই আপনি ভিসা ইন্টারভিউয়ের তারিখ বুক করতে পারবেন। ঢাকাস্থ  বাড়িধারায় ইউএস অ্যাম্বাসিতেও করা যাবে।

প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন (ইন্টারভিউয়ের জন্য)

প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • উঝ-১৬০ কনফার্মেশন পৃষ্ঠা (ইধৎপড়ফব সহ)
  • ভিসা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন
  • পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে)
  • ১ কপি পাসপোর্ট সাইজ ছবি (২ী২/ ৫১ মিমি ী ৫১ মিমি)
  • ভিসা ফি জমার প্রমাণ (রিসিপ্ট)
  • অতীতের পাসপোর্ট (যদি থাকে)
  • সাপোর্টিং ডকুমেন্টস, যেমন:
  • ব্যাংক স্টেটমেন্ট (সাম্প্রতিক ৩-৬ মাস)
  • চাকরির প্রমাণপত্র (নিয়োগপত্র, ছুটির অনুমতি)
  • ব্যবসার কাগজপত্র (যদি প্রযোজ্য হয়)
  • প্রপার্টি ডকুমেন্ট (যদি থাকে)
  • ইনভাইটেশন লেটার (যদি আত্মীয় বা কোম্পানি আমন্ত্রণ জানায়)
  • ভ্রমণের পরিকল্পনা (যেমন হোটেল বুকিং, প্ল্যান, ট্যুর ইত্যাদি)

ইন্টারভিউ দিন:

ঢাকায় ইউএস অ্যাম্বাসিতে নির্দিষ্ট তারিখে উপস্থিত থাকুন। আপনার ডকুমেন্টস ও সাক্ষাৎকারের ভিত্তিতে ভিসা গ্রান্ট করা হবে বা রিজেক্ট করা হবে।

ভিসা অনুমোদনের পর পাসপোর্ট ডেলিভারি:

যদি ভিসা দেওয়া হয়, তবে আপনার পাসপোর্ট কয়েক দিনের মধ্যে ফেরত পাঠানো হবে। আপনি আগে থেকে নির্ধারিত ভ্যাক্সিল (ঠঋঝ) লোকেশন থেকে সংগ্রহ করতে পারবেন।

টিপস:

  • ভুল বা মিথ্যা তথ্য দেবেন না- এটি ভবিষ্যতের জন্য বিপজ্জনক। সৎভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে
  • ইন্টারভিউ দিন। আপনার ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে বলুন। যদি ইংরেজিতে কথা বলা কষ্ট হয়, তবে অনুরোধ করলে অনুবাদক পাওয়া যেতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!