মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:২০ এএম

চেষ্টা করলে সাফল্য আসবেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:২০ এএম

অভিনেত্রী সুমাইয়া অর্পা

অভিনেত্রী সুমাইয়া অর্পা

ছোট পর্দার নতুন প্রজন্মের অভিনেত্রী সুমাইয়া অর্পা। অভিনয়ের যাত্রাটা ছোট চরিত্র দিয়ে শুরু হলেও ধীরে ধীরে কেন্দ্রীয় চরিত্রে নাম লেখান তিনি। অভিনয় দক্ষতা ও পরিশ্রম তাকে দর্শকদের কাছে পরিচিত করেছে। এখন একক ও ধারাবাহিক নাটকে নিয়মিত দেখা যায় তাকে। কাজ ও সমসাময়িক বিষয়ে অর্পা কথা বলেছেন দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রকিবুল ইসলাম আফ্রিদি।

ব্যস্ততা

আলহামদুলিল্লাহ, বেশ ব্যস্ত সময় যাচ্ছে। কিছু একক ও ধারাবাহিক নাটক ঘিরে ব্যস্ততা। সম্প্রতি ‘নোয়াখালী এক্সপ্রেস’ ধারাবাহিকের কাজ শেষ করেছি। একক ও ধারাবাহিক মিলিয়ে কয়েকটি নাটক আসছে।

শখ

কখনো চিন্তাভাবনা ছিল না অভিনয় জগতে আসব। ছোটবেলা থেকে নাচের খুব শখ ছিল। স্কুলে অনুষ্ঠান হতো, ইচ্ছা করত অংশগ্রহণ করি। স্কুল জীবনে নাচ শিখেছি। আম্মু যখন নাটক দেখতো তখন আমারও মনে হতো, আমিও একটু অভিনয় করে দেখি। আমার কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই। আমি নিজে অভিনয় করার চেষ্টা করতাম। এখনো চেষ্টা করে যাচ্ছি।

দর্শক সাড়া

সম্প্রতি বেশ কয়েকটি কাজ মুক্তি পেয়েছে। কাজগুলো থেকে ভালো সাড়া পাচ্ছি। দর্শকরা আমাকে বেশ গ্রহণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও চলতি পথে ভক্তদের সঙ্গে দেখা হলে তারাও প্রশংসা করে। তখন মনে হয় আমি ঠিকঠাকভাবে সাড়া পাচ্ছি। মাত্র অভিনয়ের যাত্রাটা শুরু, এখনো শিখছি। তা থেকে যতটুকু সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ।

কেন্দ্রীয় চরিত্র

যাত্রাটা আসলে বেশ আকর্ষণীয়। ছোট চরিত্র দিয়ে শুরু করেছি, এমনকি কখনো একটা দৃশ্যের শুটিংও করেছি। সেখান থেকে ধীরে ধীরে শিখেছি। যখন পরিচালকরা বলছে- আমি অনেক ভালো করছি, আমার চেষ্টা আছে, আমি প্রধান চরিত্রে কাজ করতে পারব; সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছি। এই যে কঠিন সময়, এখনো চলছে। কয়েকজন প্রধান চরিত্রে নিচ্ছে, আবার কেউ নিচ্ছে না। ঠিক মতো পারছি কিনা তা নিয়েও কিছুটা দোটানায়ও আছি। আমি চেষ্টা করি সবকিছু ইতিবাচকভাবে নেওয়ার। আমি সবসময় চেষ্টা করি ইতিবাচক দিকটিই দেখার।

তিক্ত অভিজ্ঞতা

মিডিয়ায় পা রাখার পর কখনো অনৈতিক প্রস্তাবের সম্মুখীন হতে হয়নি। আমার প্রথম পরিচালক অনেক ভালো ছিল। পরিচালকরা যদি এমন ভালো হয়, তাহলে নারী শিল্পীদের কাজ করাটা অনেক সহজ হয়। অনেকেই বাজে প্রস্তাবের জন্য মিডিয়া জগত ছেড়ে দেয়, এটা না করাই উত্তম। অনেকেই শখ থেকে আসে এই জগতে। তবে আমার সঙ্গে এমন কিছু ঘটেনি। 

বড় পর্দা

বড় পর্দায় কাজ করার ইচ্ছা সবারই থাকে। গল্পে যদি নিজেকে উপযুক্ত মনে হয় এবং যদি মনে করি এই গল্পে আমি সঠিকভাবে অভিনয় করতে পারব, তখনই কাজ করব ইচ্ছা আছে। কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু এখনো ওই রকম সাহস হয়নি, আমার আরও শেখা উচিত।

প্রেরণা

কাজের সময় যখন আমি একটি দৃশ্য করি বা পরিচালক যেমনটি চায়, তখন অভিনয় সঠিকভাবে করলে পরিচালক এবং সহশিল্পীরা প্রশংসা করে। তখনই অনুপ্রেরণা পাই। তখন মনে হয়, আরও গল্পে কাজ করতে পারলে আরও ভালো হবে। কাজের ক্ষেত্রে এই অনুপ্রেরণা খুব দরকার। চেষ্টা করলে সাফল্য আসবেই।

গুরুত্ব

চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই গল্পটি আগে দেখি। গল্পে আমার চরিত্র কতটুকু গুরুত্ব পাচ্ছে। তারপর পরিচালক দেখি। পরিচালক ভালো হলে কাজটিও ভালো হয়। আর গল্প মজবুত হলে সহ-শিল্পীদের উপস্থিতি বেশি গুরুত্বপূর্ণ নয়।

ওটিটি

ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা আছে। ভালো গল্পের প্রস্তাব পেলে অবশ্যই করব। বর্তমান সময়ে ওটিটি ভালো একটি প্ল্যাটফর্ম।
 

রূপালী বাংলাদেশ

Link copied!