নন্দিত গীতিকবি জাহিদ আকবর। গানের ভুবনে জাহিদ আকবরের পথচলা অনেক দিনের। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান লিখলেও একসঙ্গে চারটি গান লেখার অভিজ্ঞতা তার হয়নি কখনো। সেই নতুন অভিজ্ঞতাই হলো পরিচালক সোয়াইবুর রহমান রাসেলের স্বপ্নের সিনেমা ‘নন্দিনী’র মাধ্যমে। প্রথমবারের মতো এই সিনেমায় চারটি গান লিখেছেন জাহিদ।
‘নন্দিনী’র গানে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণ। ইমরানের সুর-সংগীতে দুটি গান‘ব্যাকরণ’ (গেয়েছেন ন্যান্সি ও ইমরান) এবং ‘মন মেলেছে ডানা’ (গেয়েছেন কোনাল)। অন্যদিকে, কাজী শুভ সুর করেছেন ‘যাও ভেসে যাও’ এবং ‘ও লাল মেম’। গান দুটি গেয়েছেন কাজী শুভ, স্বরলিপি ও আসিয়া দোলা।
গান ছাড়াও অভিনয়ে থাকছে দুই বাংলার তারকা সমন্বয়। কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তর বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নাজিরা মৌ।
এ প্রসঙ্গে জাহিদ আকবর বলেন, ‘সিনেমায় একটার বেশি গান লিখতে ইচ্ছা হয়নি কোনোদিন। কোনো সিনেমায় দুটি গান লিখেছি। তবে এককভাবে কোনো সিনেমায় চারটা গান লিখব ভাবিনি। নন্দিনী সিনেমার পরিচালক কীভাবে-কীভাবে যেন আমাকে সিনেমার গল্প বলতেন, দৃশ্যের কথা শোনাতেন। সেই কারণে এককভাবে প্রথম চারটা গান লিখেছি নন্দিনী সিনেমায়।’
সোয়াইবুর রহমান রাসেলের নির্মাণে ‘নন্দিনী’ মুক্তি পাচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর। দীর্ঘদিন থমকে থাকার পর অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
এরই মধ্যে ‘ডুব’, ‘প্রিয়তমা’, ‘মন পাজর’, ‘অচিন পাখি’সহ বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন জাহিদ আকবর। সামনে তার নতুন কয়েকটি গান আসছে বলে জানা গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন