মাগুরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অননুমোদিত নকল ও ভেজাল শিশুখাদ্যের প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালিত অভিযানে শহরের বিভিন্ন মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারক করা হয়। এ সময় মেসার্স সুভাষ স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, আজ (মঙ্গলবার) দুপুর পরিচালিত অভিযানে শহরের জামরুলতলা ও পুরাতন বাজার এলাকায় অননুমোদিত ভেজাল শিশুখাদ্য ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় শহরের জামরুল তলা এলাকার মেসার্স সুভাষ স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে অননুমোদিত ভেজাল ও নিম্নমানের শিশুখাদ্য পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটির মালিক সুভাষ কুমার বিশ্বাসকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন