ইউরোপিয়ান বিশ^কাপ বাছাইপর্বের ম্যাচে ৯ গোলের রোমাঞ্চকর এক জয় পেয়েছে চারবারের বিশ^ চ্যাম্পিয়ন ইতালি। তারা ৫-৪ গোলে হারায় ইসরায়েলকে। এই ম্যাচে অন্য কিছু হলে টানা তৃতীয় বিশ^কাপে না খেলা নিয়ে শঙ্কায় পড়ে যেত ইতালিয়ানরা। আগামী বিশ^কাপের মূল পর্বে খেলতে বাছাইপর্বের প্রতিটি ম্যাচেই তাদের কাছে মহাগুরুত্বপূর্ণ। ইসরায়েলের বিপক্ষে লড়াইয়ে নেমে পয়েন্ট হারাতে বসেছিল তারা। তবে নানা নাটকীয়তার পর শষ মুহূর্তের গোলে রুদ্ধশ^াস জয় পেয়েছে ইতালি। ম্যাচে ৯ গোলের ৭টিই করেছে ইতালি। এর মধ্যে দুটি আত্মঘাতী গোলও রয়েছে।
‘আই’ গ্রুপের ম্যাচে ইতালির সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে ইসরায়েল। এই ম্যাচে ৫৪ শতাংশ বলের দখল রেখে ১৭টি শট নিয়ে ৭টি পোস্টে রাখতে পেরেছে ইতালি। অন্যদিকে ৪৬ শতাংশ বলের দখল রাখা ইসরায়েলের ১১টি শটের মধ্যে পোস্টে ছিল ৭টি। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসিটা ফুটবলে চারবারের বিশ^চ্যাম্পিয়নদের মুখেই। হাঙ্গেরির দেব্রেসেনে ম্যাচের ১৬ মিনিটে ইতালি মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইসরায়েল। প্রথমার্ধের ৪০ মিনিটেই অবশ্য ম্যাচে সমতা ফেরান ইতালি ফরোয়ার্ড ময়জে কিন। ৫২ মিনিটে আবার লিড নেয় ইসরায়েল। এবার গোল করেন মিডফিল্ডার দোর পেরেৎজ। যদিও এই লিড ২ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। কিনের গোলেই ম্যাচের ৫৪ মিনিটে ব্যবধান ২-২ করে ইতালি। ৫৮ মিনিটে মাতেও পলিতানোর গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় তারা। ৮১ মিনিটে গিয়াকোমো রাসপাদোরির গোলে এই ব্যবধান ৪-২ করে ইতালিয়ানরা। কিন্তু এর পরই বদলে যায় দৃশ্যপট।
৮৭ মিনিটে ইতালির আলেসান্দ্রো বাস্তোনির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ইসরায়েল। তবে দুই মিনিট পরে পেরেৎজের দ্বিতীয় গোলে ম্যাচে সমতা ফেরায় দলটি। কিন্তু নাটকীয়তা তখনো বাকি ছিল। যোগ করা সময়ের প্রথম মিনিটে উত্তেজনা বাড়িয়ে গোল করেন ইতালি মিডফিল্ডার সান্দ্রো তোনালি। এই গোলই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে ইতালি। ইসরায়েলের পয়েন্টও ইতালির সমান ৯। কিন্তু তারা একটি ম্যাচ বেশি খেলেছে। অন্যদিকে চার ম্যাচের চারটিতেই জিতে শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ১২। এই গ্রুপে শুধু শীর্ষ দলই সরাসরি বিশ^কাপে যাবে। রানার্সআপদের লড়তে হবে প্লে-অফে। ফলে ইতালির ঝুঁকি এখনো কাটেনি। ম্যাচ শেষে ইতালির কোচ জেনারো গাত্তুসো বলেছেন, ‘জয়টা আমাদের জন্য খুব দরকার ছিল, সেটা পেয়েছি। তবে আমরা বেশ বোকামি করেছি, অদ্ভুত সব গোল খেয়েছি। এই সমস্যা ঠিক করতে হবে।’ আগামী ১১ অক্টোবর এস্তোনিয়ার মাঠে খেলবে ইতালি। ১৪ অক্টোবর ঘরের মাঠে ইসরায়েলের মুখোমুখি হবে তারা। এরপর ১৩ নভেম্বর খেলবে মলদোভার বিপক্ষে।
সবশেষে ১৬ নভেম্বর নরওয়ের বিপক্ষে হতে পারে গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচ। অপর ম্যাচে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘এল’-এর শীর্ষস্থান ধরে রেখেছে ক্রোয়েশিয়া। চার ম্যাচের প্রতিটিতে জিতে ক্রোয়েশিয়ার পয়েন্ট এখন ১২। দ্বিতীয় চেক প্রজাতন্ত্রের পয়েন্টও ১২। কিন্তু তারা এক ম্যাচ বেশি খেলেছে। তবে গ্রুপ ‘বি’র ম্যাচে কসোভোর কাছে ২-০ গোলে হেরে গেছে সুইডেন। দুই ম্যাচে সুইডেনের পয়েন্ট মাত্র ১। এই গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সুইজারল্যান্ড।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন