বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:৩২ এএম

খেলার মাঠে থুথুকাণ্ড আবার নিষিদ্ধ সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০২:৩২ এএম

খেলার মাঠে থুথুকাণ্ড আবার নিষিদ্ধ সুয়ারেজ

আবার নিষেধাজ্ঞার খড়্গ নেমে এলে লুইস সুয়ারেজের ওপর। লিগস কাপে শাস্তি পাওয়ার পর এবার মেজর লিগ সকারেও নিষিদ্ধ হলেন উরুগুয়ের এই তারকা ফুটবলার। ইন্টার মিয়ামির এই খেলোয়াড়কে লিগে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিপক্ষের একজনকে থুথু দেওয়ার ঘটনায় এ নিয়ে মোট ৯ ম্যাচ নিষিদ্ধ হলেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। আগামী শনিবার শার্লট এফসির বিপক্ষে ম্যাচ থেকেই কার্যকর হবে সুয়ারেজের নিষেধাজ্ঞা। এরপর তিনি খেলতে পারবেন না মঙ্গলবার সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ম্যাচেও, লিগস কাপে যাদের বিপক্ষে সুয়ারেজের ওই কা- ঘটান। এরপর ২০ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচেও তাকে পাবে না মিয়ামি।

সুয়ারেজ শাস্তি পেলেও সের্হিও বুসকেতস ও তোমাস আবিলেসকে নিয়ে স্বস্তির খবরই পেয়েছে ইন্টার মিয়ামি। লিগস কাপে দুই ম্যাচ ও তিন ম্যাচ নিষিদ্ধ হওয়া এ দুই ফুটবলার মেজর লিগ সকারে বাড়তি আর সাজা পাননি। লিগে খেলতে তাই বাধা নেই তাদের। গত ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন, যা চলতে থাকে বেশ অনেকটা সময় ধরে। নানা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এসবের সূচনা করেন সুয়ারেজ। ম্যাচের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিয়াটলের স্টাফদের একজনের দিকে থুথু ছুড়ছেন সুয়ারেজ। ওই ঘটনায় সুয়ারেজকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করে লিগস কাপ আয়োজক কমিটি। তবে সেই নিষেধাজ্ঞা কার্যকর শুধু লিগস কাপে। এবারের লিগস কাপ শেষ। এই নিষেধাজ্ঞা প্রয়োগ হবে তাই আগামী মৌসুমে। তখন সুয়ারেজ এই দলে থাকবেন কি না, নিশ্চিত নয়।

তখনই অবশ্য জানিয়ে দেওয়া হয়েছিল, মেজর লিগ সকার কর্তৃপক্ষ চাইলে আলাদা করে শাস্তি দিতে পারে। থুথুকা-ের পর অবশ্য সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন সুয়ারেজ। তবে বড় শাস্তি এড়াতে পারলেন না তিনি। মাঠের ভেতরে বিতর্কিত কা-ে জড়ানোর ঘটনা বেশ কয়েকবার দেখা গেছে সুয়ারেজের ক্যারিয়ারে। প্রতিপক্ষের কাউকে কামড় দেওয়ার জন্যই তিনি নিষিদ্ধ হয়েছেন তিন দফায়। বর্ণবাদের কারণেও নিষেধাজ্ঞা পেয়েছেন, যে অভিযোগ তিনি অস্বীকার করেছেন বরাবরই।

সুয়ারেজের ঘটনার ম্যাচে সহিংস আচরণের জন্য কড়া শাস্তি পেয়েছেন সিয়াটলের সহকারী কোচ স্টিভেন লেনহার্ট। মৌসুমের বকি সময়টার জন্য তার শংসাপত্র কেড়ে নেওয়া হয়েছে, যার মানে ঘরের মাঠে তিনি কেবল গ্যালারিতে থাকতে পারবেন, অন্য ম্যাচগুলোয় মাঠের কাছাকাছি থাকতে পারবেন না, ড্রেসিংরুমের ধারেকাছে যেতে পারবেন না। আগামী মৌসুম শুরুর আগে আবার পর্যালোচনা করা হবে তার শাস্তি। এ ছাড়া সিয়াটল সাউন্ডার্স দলকেও জরিমানা করা হয়েছে, যেটির পরিমাণ প্রকাশ করা হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!