যশোরের মণিরামপুরে শিয়ালের কামড়ের তিন মাস পর সাগর হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার জয়নগর গ্রামের গফফার হোসেনের ছেলে। গত বুধবার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে সাগরকে শিয়াল কামড় দিয়েছিল। তবে এ ঘটনা কাউকে জানায়নি সে। এমনকি কোনো ধরনের চিকিৎসাও নেওয়া হয়নি। গত ৮ সেপ্টেম্বর সকালে হঠাৎ জ্বরে আক্রান্ত হলে সাগর বিষয়টি প্রকাশ করে। এরপর পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ফেরত দেওয়ার পর ৯ সেপ্টেম্বর বিকেলে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেও ফেরত দিলে তাকে বাড়িতে আনা হয়। এরপর বুধবার নিজ বাড়িতে সাগরের মৃত্যু হয়।
মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অনুপ কুমার বসু বলেন, ‘যে কাউকে শিয়াল, কুকুর, বিড়াল বা বন্যপ্রাণী কামড় বা আঁচড় দিলে অবহেলা করা যাবে না। অবশ্যই দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন