নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া হাই স্কুলের হলরুমে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়। ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক গড়ার আহ্বান জানানো হয়। এর আগে সড়কে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা ও কুষ্টিয়া হাই স্কুলের সভাপতি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, সঞ্চালনা করেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। ক্যাম্পেইনের প্রধান অতিথি ছিলেন বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক (ইঞ্জি.) আতিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষিকা শাবানা ইয়াছমিন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন