‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’Ñ এই প্রতিপাদ্যে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ঠাকুরগাঁওয়ে বিতর্ক উৎসব শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেসক্লাবে এ উৎসবের উদ্বাধন করা হয়। ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক মো. এন্তাজুল হকের সভাপতিত্বে ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু উৎসবের উদ্বোধন করেন। বিতর্ক উৎসবে অংশগ্রহণ করা প্রতিষ্ঠানগুলো হলোÑ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আরকে স্টেট উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট উচ্চ বিদ্যালয়, মথুরাপুর পাবলিক হাই স্কুল, গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও আমানতুল্লাহ ইসলামিক একাডেমি। বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও রোড কলেজের সিনিয়র প্রভাষক আরিফ আলী, জাতীয় বিতর্ক ফোরাম বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা মডারেটর ইউনুস আলী, সাবেক বিতার্কিক জিহাদুজ্জামান জিসান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন