শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৩:৪২ এএম

নারী বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের জেসিও

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৩:৪২ এএম

নারী বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের জেসিও

এই প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ^কাপে আম্পায়ার ও ম্যাচ রেফারি হিসেবে যারা দায়িত্বে পালন করবেন, তাদের সবাই হলেন নারী। এই ইতিহাসের অংশ হলেন বাংলাদেশের সাথিরা জাকির জেসিও। নারী ক্রিকেটের অগ্রযাত্রায় নতুন মাইফলক হিসেবে সব নারী অফিসিয়াল ঘোষণা করেছে আইসিসি। আগামী নারী বিশ^কাপে মোট ১৪ আম্পায়ারের মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের জেসি। বাংলাশের নারী ক্রিকেটের অনেক প্রথমের অংশ জেসি এখানেও রচনা করতে যাচ্ছেন ইতিহাস। বিশ^কাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হবেন তিনি। জেসির দায়িত্ব পাওয়ার খবরটি অবশ্য দেশের ক্রিকেটে ছড়িয়ে পড়েছিল আগেই। গতকাল বৃহস্পতিবার সেটিরই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি। সব নারী ম্যাচ অফিসিয়াল দিয়ে এর আগে কমনওয়েলথ গেমস ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিচালনা করা হয়েছে। ওয়ানডে বিশ্বকাপে সেই ধারার সূচনা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়

অনুষ্ঠেয় এবারের আসর থেকে। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে প্রাইজমানিতেও বৈপ্লবিক পরিবর্তন এনেছে আইসিসি। নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানিসহ সামগ্রিক অর্থ পুরস্কার রাখা হয়েছে ছেলেদের গত ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া জেসি কদিন আগে বাংলাদেশের ক্রিকেটেও গড়েছেন একটি ইতিহাস। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন ছেলেদের ক্রিকেটে। সম্প্রতি সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে টিভি আম্পায়ার ছিলেন তিনি। ৩৪ বছর বয়সি সাবেক এই অলরাউন্ডার বাংলাদেশের নারী ক্রিকেটের শুরুর দিকের সেনানিদের একজন। তার আন্তর্জাতিক ক্যারিয়ার খুব দীর্ঘ হয়নি, খেলেছেন দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। তবে দেশের হয়ে খেলেছেন তিনি আরও নানা টুর্নামেন্টে। ঘরোয়া ক্রিকেটে খেলার সময়ই তিনি কোচিং কোর্স করে কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেন। ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটার, কোচ ও ক্লাব কর্মকর্তার ভূমিকায়ও দেখা গেছে তাকে। পরে তিনি পা রাখেন আম্পায়ারিংয়ে। এখানে এগিয়ে যান দ্রুত পায়ে। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ করে নেন দ্রুতই। গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলের আম্পায়ার হিসেবে তালিকাভুক্ত হন সাথিরা। পরে নারী এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেন। ছেলেদের একটি ম্যাচের পাশাপাশি মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের আম্পায়ার ও টিভি আম্পায়ার মিলিয়ে ৮ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি পরিচালনা করেছেন জেসি। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। আট দলের আসরে ৩৩ দিনে হবে ৩১টি ম্যাচ। এবার বাংলাদেশ দ্বিতীয়বারের মতো বিশ^কাপ খেলবে।

রূপালী বাংলাদেশ

Link copied!