গাঁয়ের মাঝে মেঠোপথে
ধীমান কিশোর হাঁটে,
নিত্যদিনই নিয়ম করে
যায় হেঁটে তার পাঠে।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
হরেক রকম পাখি,
কান ঝাঁঝাল কিচিরমিচির
করে ডাকাডাকি।
গাঁয়ের পাশে চোখ জুড়ানো
বিশাল বিলের ধারে,
বিকেল হলে আসর বসে
শীতল বিলের পাড়ে।
মোখতারুল ইসলাম মিলন
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:২২ এএম
গাঁয়ের মাঝে মেঠোপথে
ধীমান কিশোর হাঁটে,
নিত্যদিনই নিয়ম করে
যায় হেঁটে তার পাঠে।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
হরেক রকম পাখি,
কান ঝাঁঝাল কিচিরমিচির
করে ডাকাডাকি।
গাঁয়ের পাশে চোখ জুড়ানো
বিশাল বিলের ধারে,
বিকেল হলে আসর বসে
শীতল বিলের পাড়ে।
রূপালী বাংলাদেশ
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন