অল্প পানির গল্প আমার
আশ্বিন মাসের বানে
ঝড় বাদলে মন ভরে যায়
মিষ্টি তালের ঘ্রাণে।
নৌকা বাইচের খুব আয়োজন
পাঁচ গেরামে মিলে
কেওরালি আর শাপলা শালুক
তুলছি ডোবা বিলে।
হাওর ভরা মাছের নৌকা
ধরছে পাড়ার জেলে
সাদা কালো মেঘের পাহাড়
হিমেল হাওয়ায় খেলে।
সন্ধ্যা হলে পাখির মেলা
ধঞ্চে খেতের মঞ্চে
মন ভোলানো প্রিয় শরত
আমার গেরাম গঞ্জে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন