‘মাদক থাকবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে’Ñ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রেসক্লাবের সামনে সচেতন রাজবাড়ীবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সারা দেশের মতো রাজবাড়ীতেও মাদকে ছেয়ে গেছে। এর ফলে তরুণসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক শুধু একটি পরিবারকেই ধ্বংস করে না, একটি সুন্দর সমাজ ও দেশ গঠনের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। কাঠুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, সাংবাদিক সরদার রাজীব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন