মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৪৯ পিএম

ব্যাটিংয়ে অভিষেক ও বোলিংয়ে সেরা কুলদীপ

এশিয়া কাপে আলো ছড়ালেন যারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৪৯ পিএম

এশিয়া কাপে আলো ছড়ালেন যারা

দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। চ্যাম্পিয়ন দলের পাশাপাশি টুর্নামেন্টের ব্যক্তিগত সেরাদের তালিকাতেও দেখা গেল টিম ইন্ডিয়ার একচ্ছত্র আধিপত্য। ব্যাট হাতে অভিষেক শর্মা এবং বল হাতে কুলদীপ যাদব নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। টুর্নামেন্টজুড়ে তার ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। সুপার ফোরে টানা তিন ফিফটির পাশাপাশি গ্রুপ পর্বেও ব্যাট হাতে তিনি ছিলেন সাবলীল। মোট ৩১৪ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন এই তরুণ। তার ৩১৪ রান এসেছে ২০০-এর ওপর স্ট্রাইক রেটে। অভিষেকের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছিলেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা। ফাইনাল পর্যন্ত যেতে না পারায় ৬ ম্যাচে তার সংগ্রহ ২৬১ রান (স্ট্রাইক রেট ১৬০.১২), আসরের একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকেই। তৃতীয় সেরা রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহান, যিনি ৭ ইনিংসে ২১৭ রান করেছেন। এরপর আছেন ভারতের তিলক ভার্মা (২১৩ রান) এবং পাকিস্তানের ফখর জামান (১৮১ রান)।

এদিকে, বোলিংয়ে সবার সেরা ছিলেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। অন্যদের ধরাছোঁয়ার বাইরে থেকে তিনি ৭ ম্যাচে শিকার করেছেন ১৭টি উইকেট, ওভারপ্রতি রান খরচ করেছেন মাত্র ৬.২৭ করে। ফাইনালেও ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন কুলদীপ। সেরা উইকেটশিকারীর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, যিনি ৭ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। তৃতীয় অবস্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী, যিনি ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে চমক দেখান। বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও ৬ ম্যাচে ৯ উইকেট শিকার করে এই তালিকায় জায়গা করে নিয়েছেন। ফাইনালে বাজে বোলিং করলেও পাকিস্তানের হারিস রউফ ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে সেরা পাঁচে আছেন।

শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

ব্যাটসম্যান            রান
অভিষেক শর্মা        ৩১৪
পাথুম নিসাঙ্কা        ২৬১
সাহেবজাদা ফারহান    ২১৭
তিলক ভার্মা            ২১৩
ফখর জামান        ১৮১

শীর্ষ পাঁচ বোলার

বোলার            উইকেট
কুলদীপ যাদব        ১৭
শাহিন শাহ আফ্রিদি    ১০
জুনাইদ সিদ্দিকি        ৯
মোস্তাফিজুর রহমান    ৯
হারিস রউফ            ৯
 

রূপালী বাংলাদেশ

Link copied!