বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে। তাদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’ তিনি বলেছেন, ‘বাংলাদেশ যে এখনো নির্বাচনি ম্যাপের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না তার একটি কারণ বর্তমান প্রশাসনে এখানে স্বৈরাচারের দোসরা এখনো বসে আছে। এদের সরানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।’ গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে ‘জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই বর্তমান প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোসরদের মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না।’ ‘নির্বাচন বানচালকারীদের বিএনপি রাজপথেই প্রতিরোধ করবে’ বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যারা বলছে, নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা তাদের বলতে চাই, বিএনপি কোনো দুর্বল দল নয়। কারা নির্বাচন হতে দেবে না ইনশা আল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। ১৭ বছরের আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না।’
পিআর পদ্ধতি প্রসঙ্গে মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে না, এ দেশের জনগণের এটা সম্পর্কে কোনো ধারণাই নাই। যারা পিআর নিয়ে আন্দোলন করছেন তাদের বলব, আপনারা জনগণের কাছে যান। আপনাদের ইশতেহারে বলেন, যে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই, এই দেশে জনগণ যদি আপনাদের সংখ্যাগিষ্ঠতা দেয় তাহলে আপনারা এ ব্যবস্থা চালু করেন। আমরা মাথা পেতে নেব।’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন