নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূজাম-পে বেড়াতে এসে অটোরিকশা দুর্ঘটনায় অভয় দাস (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত অভয় দাস কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে। পারিবার সূত্রে জানা যায়, সম্প্রতি পরিবারসহ সোনারগাঁ কাবিলগঞ্জে পিসির বাড়িতে বেড়াতে আসে অভয়। সন্ধ্যায় পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী ঋষিপাড়া পূজাম-বে ঘুরতে বের হলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অভয়ের মৃত্যু হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন