’৪৭-এর দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ঘিরে সরকারি অনুদানে সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘যাপিত জীবন’। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আফজাল হোসেন, রোকেয়া প্রাচী ও আশনা হাবিব ভাবনা।
অনেক আগেই সিনেমাটির নির্মাণকাজ শেষ হয়েছে। পট পরিবর্তনের পর হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।
কবে মুক্তি পাবে যাপিত জীবন? জানতে চাইলে পরিচালক হাবিব দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমরা ভালো একটি সময়ের অপেক্ষায় আছি। কারণ, এখন অস্থির সময় চলছে, স্থির সময়ে যাপিত জীবন মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। যে কারণে একটু সময় লাগছে।’
সরকারি অনুদানের ‘যাপিত জীবন’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের। আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। তার চরিত্রের নাম আনজুম। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাবার পরিচালনায় কাজ করেছেন তিনি। যে কারণে সিনেমাটি নিয়ে আশাবাদী ভাবনা।
তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমার মতো করে কাজ করেছি। বাবা আমাকে ব্রেক দিক বা কারো সঙ্গে পরিচয় করিয়ে দিক সেটা চাইনি। মূলত গল্পের কারণে আব্বুর কাজটি করতে রাজি হয়েছি। আশা করা যাচ্ছে, সবমিলিয়ে দর্শকরা ভালো কিছু পেতে যাচ্ছেন।’
অনিমেষ আইচ ও ইশতিয়াক আহমেদের চিত্রনাট্যে এতে আরও অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, গাজী রাকায়েত, তানভীর হাসান প্রবাল, কাজী হায়াত, সমাপ্তি, ডলি জহুর প্রমুখ।
সিনেমায় ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ শিরোনামের গানটি গেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এর কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত করেছেন পিন্টু ঘোষ। ২০২১-২২ অর্থবছরের সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন