জনপ্রিয় সেলিব্রেটি শো ‘স্টার গল্প’ আবারও ফিরেছে নতুন রূপে, নতুন অতিথি নিয়ে। এই অনুষ্ঠানটির দ্বিতীয় সেশনে অতিথি হিসেবে রয়েছেন দুই গুণী তারকা জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় জগতের শক্তিশালী মুখ তারিক আনাম খান। দুই কিংবদন্তির সঙ্গে উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ও লেখক পান্থ আফজাল, যিনি সাবলীল আলাপ ও গভীর প্রশ্নের মাধ্যমে খুঁজে এনেছেন তারকাদের জীবনের অনাবিষ্কৃত গল্পগুলো।
‘স্টার গল্প’ সিজন ১ থেকে কিছুটা ভিন্ন এই শোতে এই দুই গুণী তারকার সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে শিল্প, সংস্কৃতি ও জীবনের নানা দিক। এই ব্যতিক্রমী আয়োজনে তারকারা তাদের শৈশব, ফেলে আসা দিন, শিল্পজীবনের চড়াই-উতরাই, জীবনদর্শন, প্রেরণাদায়ী স্মৃতি, না বলা অনেক কথা, জীবনের নানা অসঙ্গতি ও সফলতার গল্প এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে বলেছেন।
উপস্থাপক পান্থ আফজাল বলেন, ‘স্টার গল্প শুধুমাত্র বিনোদন নয়, বরং এটি এক ধরনের নান্দনিক দলিল, যেখানে তারকারা প্রকাশ করেন তাদের অন্তর্জগৎ। এখানে নেই সাজানো প্রশ্ন বা চটকদার উত্তর; আছে মাটির গন্ধ, বাস্তবতা ও প্রেরণা। সামনের পর্বগুলোতে চমক হিসেবে থাকবেন টিভি নাটক, চলচ্চিত্র, সংগীত ও থিয়েটারের সব জনপ্রিয় তারকারা। আশা করি, সিজন ১ এর চেয়ে এই সিজনের সব পর্বগুলো সবার ভালো লাগবে।’
সাংবাদিক ও লেখক পান্থ আফজালের নিবিড় উপস্থাপনায় এই অনুষ্ঠান হয়ে উঠেছে মানবিক গল্প বলার এক অসাধারণ প্ল্যাটফর্ম। পুরো সেট ডিজাইন থেকে শুরু করে নির্মাণশৈলী, আলোকসজ্জা, ঘরোয়া পরিবেশে নির্মাণ ও আলাপচারিতার ধরন, সবই এক নতুন মাত্রা যোগ করেছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় মনজুরুল হক মঞ্জু, অনুষ্ঠান পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার উজ্জ্বল রহমান। নতুন পর্বগুলো অচিরেই অবুমক্ত হবে গ্ল্যামআর্টস নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
পান্থ আফজালের জনপ্রিয় সেলিব্রেটি শোগুলো হচ্ছে ‘কাম টু দ্য পয়েন্ট উইথ পান্থ আফজাল’, ‘প্রেক্ষাগৃহ’, ‘আড্ডা উইথ পান্থ আফজাল’, ‘শোবিজ টক উয়িথ পান্থ আফজাল’ ও ‘স্টারবাজ’ প্রভূতি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন