বহু বছর পর আবারও বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে সারা দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এরইমধ্যে সারা দেশের ১৯টি জেলায় প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা প্রায় শেষ হয়েছে। ময়মনসিংহ শহরে টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুরের প্রতিযোগীরা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর প্রাথমিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় শুধু টাঙ্গাইলের মধুপুরের মো. সাইফুল ইসলামের ‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’ থেকেই ১৯ জন নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১০ জন ইয়েস কার্ড পেয়েছেন।
আবার ১০ জনের মধ্যে ৫ জন দুটি ক্যাটাগরিতে নৃত্যে ইয়েস কার্ড পেয়েছে। মধুপুর থেকে রহিমা তাসনিম রুমু আধুনিক গানে ইয়েস কার্ড পেয়েছে। ‘মধুপুর নৃত্যাঙ্গন সংস্থা’ থেকে যারা নৃত্যে ইয়েস কার্ড পেয়েছে তারা হলো- আদিবা চৌধুরী অঙ্কিতা সাধারণ নৃত্যে, জান্নাতুল করবী-উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে, শাইয়ারা তসনিম-উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে, খ্রিষ্টি চাম্বুগং-উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে, নন্দিনী দেবনাথ-উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে, অয়ারিশা ওড়না-উচ্চাঙ্গ ও সাধারণ নৃত্যে, মৌমিতা জাম্বু গং-সাধারণ নৃত্যে, শ্রদ্ধা সাহা-সাধারণ নৃত্যে, মারিয়া নকরেক-সাধারণ নৃত্যে ও মায়মনা-সাধারণ নৃত্যে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন