টাইফুন বুয়ালোই এবং এর কারণে সৃষ্ট বন্যায় ভিয়েতনামে মৃত্যু বেড়ে ৫১-তে দাঁড়িয়েছে বলে দেশটির সরকারের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গতকাল শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রতিবেদনে হতাহতের সর্বশেষ এ তথ্য জানানো হয়।
গত সোমবার উত্তর-মধ্য ভিয়েতনামের উপকূল দিয়ে স্থলে উঠে আসা বুয়ালোইয়ের ফলে বিশাল বিশাল সব সামুদ্রিক ঢেউ, তীব্র বাতাস ও প্রবল বৃষ্টির সাক্ষী হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। আহত হয়েছে ১৬৪ জন, ১৪ জন এখনো নিখোঁজ।
বুয়ালোই ও এর কারণে সৃষ্ট বন্যায় আনুমানিক ১৬ লাখ কোটি ডং (৬০ দশমিক ৩ কোটি ডলার) সমমূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। আগের দিন তাদের প্রতিবেদনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৩ দশমিক ৫৮ কোটি ডলার হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছিল।
ভিয়েতনামে এ বছর এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী এই টাইফুনে অসংখ্য সড়ক, স্কুল ও অফিস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ায় লাখো পরিবারকে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হয়েছে।
দুই লাখ ৩০ হাজারের বেশি বাড়ি হয় ক্ষতিগ্রস্ত হয়েছে, নয়তো তলিয়েছে। প্রায় ৬৯ হাজার হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়েছে, বলা হয়েছে প্রতিবেদনে। অবশ্য এতে শিল্প-কারখানার বড় কোনো ক্ষয়ক্ষতির উল্লেখ পাওয়া যায়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন