শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:১৪ এএম

রাতের আঁধারে ভেকু দিয়ে জমি দখলচেষ্টা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০১:১৪ এএম

রাতের আঁধারে ভেকু  দিয়ে জমি দখলচেষ্টা

ঢাকার কেরানীগঞ্জে রাতের অন্ধকারে ভেকু দিয়ে মাটি কেটে কৃষকদের ফসলি জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামে গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রাতারাতি বিশাল আয়তনের জমিতে মাটি খনন করা হলেও এর পেছনে কারা জড়িত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে এই দখলচেষ্টা চালিয়েছে, কিন্তু কেউ প্রকাশ্যে দায় নিচ্ছে না।

ভুক্তভোগীরা জানান, বুধবার রাতেই সাবেক যুবলীগ নেতা নেওয়াজ আলী, সেলিম, কালাম, রোহিতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মাসুম পারভেজ, দলিল লেখক আরিফসহ একটি সংঘবদ্ধ চক্র কয়েকজন কৃষকের জমিতে ভেকু দিয়ে মাটি কেটে বাঁধ তৈরি করে রাস্তা নির্মাণের চেষ্টা করে। এতে সফর আলী, হান্নান, সোহাগ, বাতেন, মমিন আলীসহ একাধিক কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

রনি নামের এক ভুক্তভোগী জানান, ওই জমির পাশেই ‘সবুজ ছায়া আবাসন প্রকল্প’ রয়েছে। এই প্রকল্পের ভেন্ডার হিসেবে কাজ করা আরিফ গোপনে জমি দখলের পরিকল্পনায় যুক্ত আছেন বলে তাদের সন্দেহ। রনি বলেন, ‘আরিফ মূলত সবুজ ছায়ার এজেন্ডা বাস্তবায়নের জন্য আড়াল থেকে এই কাজ করিয়েছেন। এই চক্রে আরও অনেকেই জড়িত, কিন্তু কেউ দায় স্বীকার করছে না।’

ক্ষতিগ্রস্ত কৃষক মান্নান বলেন, ‘আমি আগেই স্থানীয় নেতাদের জানিয়েছিলাম জমি দখলের আশঙ্কার কথা। কিন্তু রাতারাতি কে বা কারা এসে এই কাজ করে গেল, কেউ দায়িত্ব নিচ্ছে না। আমি এর সুষ্ঠু প্রতিকার চাই।’

মমিন আলী বলেন, ‘আমি লালশাক, লাউ, টমেটো চাষ করেছিলাম। বৃষ্টির সুযোগে রাতে ফসলের খেত নষ্ট করে বাঁধ দিয়েছে। প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’

আরেক কৃষক সোহাগ জানান, ৮-১০ জনের একটি দল ভেকু দিয়ে বাঁধ দিয়ে জমি দখলের চেষ্টা করেছে।

অভিযুক্ত মাসুম পারভেজ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘চোর-বাটপার ছাড়া রাতের আঁধারে কেউ কাজ করে না। আমি এসবের সঙ্গে জড়িত নই। মানুষ ইচ্ছা করে আমার নাম জড়াচ্ছে।’ দলিল লেখক আরিফও নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘জমি ভরাটের কথা শুনেছি, কিন্তু কে করেছে জানি না।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা বলছেন, কৃষকদের ক্ষতিগ্রস্ত জমি ফেরত এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে দখলচেষ্টা আরও বাড়তে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!