খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া বাঁশতলা এলাকায় নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরকতিয়া মসজিদের সামনের একটি বাড়িতে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বাবার নাম লিটন শেখ (৫৫) এবং অভিযুক্ত ছেলের নাম আবু বকর লিমন (২৮)। অভিযুক্ত দীর্ঘদিন থেকে তার বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করে আসছেন।
টাকা না পেয়ে বৃহস্পতিবার রাতে বাড়িতে একা থাকা অবস্থায় বাবা লিটনকে প্রথমে গলায় ফাঁস দেন তিনি। পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। ঘটনার পর থেকে তিনি ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছেন। খবর পেয়ে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ধারালো বঁটি উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, লিটন শেখ স্থানীয় এলাকায় ফেরি করে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। সাধারণ ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু নেশাগ্রস্ত ছেলে তাকে প্রতিনিয়ত মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।
লিটনের স্ত্রী বলেন, ‘চার দিন আগে লিমন তার বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। সেই থেকেই তার মধ্যে হিংস্রতা বেড়ে যায়। গতকাল রাতে টাকার জন্য সে আমার স্বামীকে নির্মমভাবে বঁটি দিয়ে গলা কেটে মেরে ফেলেছে।’
সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, নেশার টাকার জন্য লিমন নিজের বাবাকে হত্যা করেছে। ঘাতক পলাতক, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন