টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঐতিহ্যবাহী হেমনগর কলেজ মাঠে এক প্রীতি নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টায় হেমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় গোপালপুর উপজেলা নারী ফুটবল দল ও ধনবাড়ি উপজেলা নারী ফুটবল দল।
খেলার উদ্যোক্তা ছিলেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ ও সাফ চ্যাম্পিয়নশিপজয়ী গোলাম রব্বানী ছোটন। ম্যাচটির উদ্বোধন করেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় গোপালপুর উপজেলা নারী ফুটবল দল ২-০ গোলে ধনবাড়ি উপজেলা নারী ফুটবল দলকে পরাজিত করে।
উপস্থিত ছিলেন, ওয়াসার উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা এনায়েত করিম তালুকদার বাদল, হেমনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহের মাকসুদ; হেমনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম মেম্বারসহ স্থানীয় নেতারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন