বিসিবি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম ইকবাল খান। নির্বাচনে তার অনুপস্থিতি মানতে পারছেন না দেবব্রত পাল। তিনি ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবি নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছেন। গত মার্চে তামিম যখন অসুস্থ হয়েছিলেন, তখন হাসপাতালে তার চিকিৎসার বন্ডে সই করেছিলেন সাবেক ক্রিকেটার ও সংগঠক দেবব্রত। গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেবব্রত বলেন, ‘তামিম ইকবালের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে আমাকে পীড়া দিয়েছে। এ ধরনের পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না।’ পরে নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন কাউন্সিলরের কাছ থেকে অপ্রীতিকর পরিবেশ লক্ষ করা যাচ্ছে, যা কখনোই কাম্য নয়।
ক্যাটাগরি-৩ এ স্বনামধন্য সাবেক ক্রিকেট ব্যক্তিত্বরা রয়েছেন; বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ডসহ বিভিন্ন সার্ভিসের গণ্যমান্য প্রাজ্ঞ ব্যক্তিরা আছেন। আমি চাই এখানে সুষ্ঠু-সুন্দর পরিবেশ থাকুক।’ বিসিবির প্রতি নির্বাচনি পরিবেশ প্রস্তুতের আহ্বান জানিয়ে দেবব্রত বলেন, ‘কেউ কোনো প্রলোভন ছাড়া একটি নৈর্ব্যক্তিক ও নিরপেক্ষ জায়গা থেকে যেন ভোট প্রদান করতে পারেন, তাদের মতামত প্রদান করতে পারেন। সে জন্য বিসিবির কাছে অনুরোধ থাকবে, যেন একটি সুন্দর ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করে। দুই থেকে তিনজন কাউন্সিলর আমাকে কিছু অপ্রীতিকর বিষয়ে জানিয়েছেন। সে কারণে আমি মনে করি এখানে সুন্দর পরিবেশ তৈরি করা দরকার।’
নির্বাচনে দেবব্রতর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। যেখানে নির্বাচিত হওয়া নিয়েও আশাবাদী দেবব্রত, ‘ক্যাটাগরি-১ থেকে অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কিংবা ক্যাটাগরি-২ নিয়েও আমি কথা বলছি না। আমি আমার ক্যাটাগরি-৩ নিয়ে কথা বলছি। আমি গেল ছয় মাস ধরে কাজ করে যাচ্ছি। এই ক্যাটাগরিতে যত কাউন্সিলর রয়েছেন, সবার সঙ্গে আমি সশরীরে ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি।
আমি ইতিবাচক সাড়া পাচ্ছি।’ বাংলাদেশ ক্রিকেটে তার কাক্সিক্ষত জায়গায় পৌঁছাতে পারেনি বলেও হতাশ সাবেক এই ক্রিকেটার, ‘আমি খেলোয়াড়ি জীবনের পরেও ক্রিকেটারদের সঙ্গে আছি। এই জায়গা থেকে নিজেকে নিয়ে বেশ আশাবাদী আমি। আমি কাউন্সিলরদের বলেছি, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আমি আলোর সহযাত্রী হতে চাই।
টেস্ট স্বীকৃতি পাওয়ার পরে বাংলাদেশের ক্রিকেটকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল, টেস্ট খেলুড়ে বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে, আমরা সেখানে পৌঁছাতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘আমি যদি আফগানিস্তানকে বিবেচনা করি, দেখতে পাব তারাও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, তাদের অনেক ধরনের রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও। সেদিক থেকে আমাদের অনেক সামনে যাওয়ার সুযোগ ছিল। যেহেতু যেতে পারিনি, এ কারণেই আমি বলেছি, আমি আলোর সহযাত্রী হতে চাই।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন