নরসিংদীর বেলাবো উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. শমসের জামান ভূঁইয়া রিটন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার ভোর ৫টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যা ও অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
শমসের জামান ভূঁইয়া বেলাবো উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম সমসের আলী ভূঁইয়ার বড় ছেলে। রিটন বেলাবো উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও বেলাবো উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
গতকাল মঙ্গলবার বিকেলে বেলাবো পাইলট সরকারি মডার্ন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় ইমামতি করেন বেলাবো বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ। এই সময় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রাজনীতির অঙ্গনে শমসের জামান রিটন ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। ছাত্রজীবনে বেলাবো উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন তিনি। পরবর্তী সময়ে জনগণের আস্থা ও ভালোবাসায় তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেলাবো উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হিসেবেও তিনি ছিলেন সক্রিয়, সাহসী ও নির্লোভ নেতৃত্বের প্রতীক। নিরহংকারী, বিনয়ী ও সহজ-সরল জীবনের অধিকারী শমসের জামান ভূঁইয়া রিটন সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন।
পিতা শমসের আলী ভূঁইয়ার কবরের পাশেই মরহুমকে দাফন করা হয়েছে। রিটনের মৃত্যুতে বেলাবোবাসী ও রাজনৈতিক সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন