চট্টগ্রামের হাটহাজারী থানার মদুনাঘাট ব্রিজ এলাকায় রাউজানের স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিমকে (৬৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হাটহাজারী সড়কের মদুনাঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি হামিম অ্যাগ্রো নামক একটি গরুর খামারের মালিক ও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খামার থেকে নিজ গাড়িতে বাড়ি ফেরার পথে মদুনাঘাট ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তার গাড়ির সামনে এসে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি গাড়ির ভেতরেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।
ঘটনার পর পুলিশ গিয়ে গাড়িটি জব্দ করে এবং এলাকায় টহল জোরদার করে। ঘটনাস্থলের কয়েকশ গজ দূরে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র রয়েছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, সম্প্রতি দলীয় কোন্দল ও ব্যাবসায়িক বিরোধের কারণে আবদুল হাকিম হুমকি পেয়ে আসছিলেন। পুলিশ এখনো নিশ্চিত নয়, রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণে এ হত্যাকা- ঘটেছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ আবদুল হাকিম ও তার ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আবদুল হাকিমের মৃত্যু হয় এবং তার ড্রাইভার চিকিৎসাধীন। আমরা তার রাজনৈতিক, ব্যাবসায়িক বিরোধ রয়েছে কি না, সব বিষয় মাথায় নিয়ে কাজ করছি। আশা করছি, অপরাধীরা দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আসবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন