বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৩:৪৭ এএম

লিটল মিস ক্যাওস

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৩:৪৭ এএম

লিটল মিস ক্যাওস

তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা নবীন শিল্পীদের নিয়ে নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। ফিল্মটি আজ রাত ১২টা ১ মিনিটে চরকিতে মুক্তি পাচ্ছে। এতে রোমান্স, কমেডি এবং ক্যাওসের গল্প উঠে এসেছে নতুন ভাবনায়।

ফিল্মটিতে অভিনয় করেছেন হোসনে আরা আলি নার্গিস, আছেন দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল, সাদিকা স্বর্ণা, মহাম্মাদ বাদল শিকদার, নাহিন শফিক, ফারিহা রাহমান। তবে সিনেমাটির প্রাণ ভ্রমরা ইরা, মারুফ এবং তার বন্ধুরা।

‘লিটল মিস ক্যাওস’-এর গল্প ইরাকে নিয়ে। মেয়েটি বয়সে ছোট, স্বাভাবিকভাবে তার অভিজ্ঞতাও কম। তার চারপাশের জগৎটা বেশ ক্যাওটিক, তার বেড়ে ওঠাটাও। তাই সে নিজেও খানিকটা ক্যাওটিক। এসব কারণেই ফিল্মটির নাম ’লিটল মিস ক্যাওস’। গল্পে ইরা খুব ফ্যাশন সচেতন। মেয়েটি মূলত তার ক্যাওস স্বভাবটা সাজ–পোশাকে আড়াল করতে চায়।

ইরা চরিত্রে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। এটি তার প্রথম ওয়েব ফিল্ম। নবীন এ অভিনেত্রী জানান, গল্পটি তরুণদের খুব ভালো লাগবে। সাদনিমা বলেন, ‘এ জেনারেশনের দর্শকদের মধ্যে আমিও একজন। আমি ছাড়া অন্যরা জারা কাজ করেছেন তারাও তরুণ। এ গল্পে রোমান্স আছে, কমেডি-সার্কাজম আছে। আর আমিই যেহেতু ‘লিটল মিস কেওস’, শুটিংয়ের সময় অনস্ক্রিন-অফস্ক্রিন ক্যাওস করে বেরিয়েছি। মজা করে কাজটি করেছি, আশা করছি ভালোও হয়েছে।’

ইরার সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে মারুফ। সচ্ছল পরিবারের সন্তান হলেও মারুফ নিজে কিছু করতে চায়। তাই লেখাপড়ার পাশাপাশি ফুড কার্টে খাবার বিক্রি করে সে। বিশ্ববিদ্যালয়ে ইরার ক্যাওস তৈরির একমাত্র উপলক্ষ্য সে।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘লিটল মিস ক্যাওস’-এর ট্রেলার ও স্পার্ক। সেসব ভিডিওতে কিছুটা হলেও পাওয়া গেছে ইরা ও মারুফের রসায়ন। বন্ধুত্ব, ঝগড়া, ভুল বোঝাবুঝিÑ সবই প্রকাশ পেয়েছে তাদের সংলাপে।

মারুফ চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী। তিনি মনে করেন রোমান্স, কমেডি একটু ভিন্নভাবে এসেছে এই ফিল্মে। নাওভী বলেন, ‘এই ফিল্মে একটু একটু করে সবকিছুই এসেছে। ফান, ড্রামা, দুষ্টুমি, রোমান্স, বন্ধুত্বসহ নানা অনুভূতির সুন্দর মিশ্রণ হয়েছে সিনেমায়। দর্শকদের চোখ ফেরাবার সুযোগ নেই। আশা করছি, দর্শকদের খুবই ভালো লাগবে। এটা বলার সাহস পাচ্ছি, কারণ আমরা যখন শুটিং করেছি তখনই মনে হচ্ছিল কাজটা মজা হচ্ছে। আমার চরিত্রটাও ডিফরেন্ট এখানে। সাধারণত এনার্জিটিক, ফান লাভিং কাজ করেছি। কিন্তু ’লিটল মিস ক্যাওস’-এ আমি একটু ধীরস্থির। চ্যালেঞ্জ ছিল, তাই কাজটি করে মজা লেগেছে।’

মাহমুদা সুলতানা রীমা নির্মাতা হিসেবে আগেও কাজ করেছেন তবে এবারই প্রথম নির্মাণ করলেন ওয়েব ফিল্ম। ‘লিটল মিস ক্যাওস’ গল্পটাকে তিনি ‘রোমান্টিক ড্রামেডি’ ঘরানার বলতে চান। তার ভাষ্যে, ‘মট্রোপলিটনের এই ক্যাওটিক জীবনে আমাদের সবারই আছে অতীতের ট্রমা আর ব্যাগেজ। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের অংশ। কিন্তু এই ক্যাওটিক জার্নিতে যদি পেয়ে যান একটুখানি আশ্রয় আর ভরসার জায়গা, তাহলে কেমন হয়?’ অর্থাৎ নির্মাতা মেট্রোপলিটনের গল্প বলতে চেয়েছেন এবং গল্প এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছেন তরুণদের কাঁধে।

ওয়েব ফিল্মটিতে ইরা চরিত্রের বন্ধু হিসেবে অভিনয় করেছেন ক্রিস্টাল ডি’রোজারিও, আইশা খান। আর তামজিদ তন্ময় অভিনয় করেছেন মারুফের বন্ধুর চরিত্রে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!