শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১১:৫১ পিএম

৪৯তম বিসিএস

প্রিলিমিনারিতে আয়নাঘর  ও আবু সাঈদ নিয়ে প্রশ্ন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১১:৫১ পিএম

প্রিলিমিনারিতে আয়নাঘর  ও আবু সাঈদ নিয়ে প্রশ্ন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত ৪৯তম (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকার বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেন প্রায় ৩ লাখেরও বেশি পরীক্ষার্থী। পরীক্ষায় জাতীয় ঐকমত্য কমিশন, আয়নাঘর ও জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন এসেছে।

কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বর নিজ অধ্যয়নের বিষয় এবং বাকি ১০০ নম্বর সাধারণ জ্ঞান, বিজ্ঞান, গণিতসহ অন্যান্য বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ বলছেন মোটামুটি সহজ, আবার কেউ মনে করছেন কিছু প্রশ্ন ছিল অপ্রত্যাশিত।

দনিয়া কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়া এক পরীক্ষার্থী জানান, বাংলা ও সাধারণ জ্ঞান অংশ তুলনামূলক কঠিন হয়েছে। সাবজেক্টিভ অংশ মোটামুটি সহজ ছিল। এ ছাড়া গণিত ও ইংরেজি অংশ স্ট্যান্ডার্ডই ছিল। পরীক্ষায় জাতীয় ঐকমত্য কমিশন, আয়নাঘর ও জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন এসেছে। প্রশ্নপত্র সেট-৩-এর ৩৯ নম্বরে প্রশ্ন করা হয়Ñ চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কী? সেখানে উত্তরের জন্য চারটি অপশন রয়েছে। সেগুলো হলোÑ (ক) দ্বি-স্তরবিশিষ্ট সংসদ (খ) সংসদের আসন বৃদ্ধি (গ) সংরক্ষিত নারী আসন বাতিল (ঘ) পিআর (চজ) চালু করা।

পরীক্ষার সেট-২-এর ৭৪ নম্বরে ‘আয়নাঘর কী?’ প্রশ্ন করা হয়। সেখানে চারটি অপশনের প্রথমে রয়েছে ‘স্বচ্ছ কামরা’, তারপর ‘পরিবেশবান্ধব কৃষিকাজ’। তিন নম্বর অপশনে রয়েছে ‘গোপন কারাগার’ শব্দটি। শেষের অপশন ছিল ‘একটি হলিউড মুভি’।

এ ছাড়া সেট-৩-এ ৬৭ নম্বরে বাংলাদেশে জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রÑ প্রশ্নটি করা হয়। এই প্রশ্নের উত্তরের জন্য চারটি অপশন রয়েছে। সেগুলো হলোÑ (ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) রংপুর বিশ্ববিদ্যালয় (গ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের উদ্দেশ্যে এই বিশেষ বিসিএসে অংশ নিয়েছেন তিন লাখেরও বেশি প্রার্থী। পিএসসি জানিয়েছে, মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের বেশি। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে প্রতি পদে গড়ে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিক্ষা ক্যাডারে দীর্ঘদিনের শিক্ষক সংকট মোকাবিলায় গত ২১ জুলাই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। অনলাইন আবেদন শুরু হয় ২২ জুলাই এবং চলে ২২ আগস্ট পর্যন্ত। আবেদন ফি পরিশোধের শেষ সময় ছিল ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবারের বিশেষ বিসিএসে সাধারণ প্রার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয় ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। বয়সসীমা ছিল ২১ থেকে ৩২ বছর।

 
 

রূপালী বাংলাদেশ

Link copied!