ঢাকার মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তামিম হোসেন নামের ১০ বছরের এক শিশু আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালের এ ঘটনায় আহত শিশুকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ বলছে, স্কচটেপ প্যাঁচানো ককটেলকে ‘টেনিস বল ভেবে’ দেয়ালে ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে শিশুটি আহত হয়। শিশুটির পেটের বাম পাশে ও ডান হাতে গুরুতর আঘাত পেয়েছে।
জানা গেছে, শিশুটির মা নার্গিস আক্তার বাসা-বাড়িতে কাজ করেন। ছেলেকে নিয়ে তিনি আনসার ক্যাম্প এলাকার বিহারিপাড়ায় ভাড়া ঘরে থাকেন। শিশু তামিম বিহারিপাড়ার ভেতরে একটি মাদ্রাসায় পড়ে। গতকাল শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় তাকে রেখে কাজে যান মা। ফিরে এসে ছেলেকে আহত অবস্থায় পান তিনি।
মা নার্গিস বলছেন, মাদ্রাসা বন্ধ থাকায় সকালে ছেলেকে ঘরে রেখে কাজে যান তিনি। সকাল সাড়ে ১০টার দিকে ঘরে ফিরে অনেক মানুষের ভিড় দেখতে পান। গিয়ে দেখেন তার ছেলেকে ঘিরেই জটলা।
ছেলে জানায়, বিহারিপাড়া মসজিদের পাশে ময়লার স্তূপে বলের মতো একটি বস্তু পেয়ে খেলতে গিয়ে সেটি বিস্ফোরণ ঘটে। এতে তামিমের পেটের ডান পাশে এবং ডান হাতে জখম হয়।
মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিহারিপাড়ার পাশে ওখানে একটা আবর্জনার স্তূপ আছে, তার সামনে একটি রিকশার গ্যারেজ আছে। সেই ময়লার স্তূপে শিশুটি একটি স্কচটেপ প্যাঁচানো বস্তু দেখে সেটিকে টেনিস বল ভেবে কুড়িয়ে নিয়ে আসে। সেটিকে দেয়ালে ছুড়ে মারলে ককটেলটি সশব্দে বিস্ফোরিত হলে শিশুটি আহত হয়। এ সময় সেখানে আরও কয়েকটি শিশু থাকলেও আর কেউ আহত হয়নি।’ ঘটনাস্থলে পুলিশ আর কিছু পায়নি বলে জানান ওসি রোমান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন